আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ী জেলা পুলিশের উদ্যোগে ঈদ উপহার হিসাবে খাদ্য-দ্রব্য বিতরণ


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ ,২২ মে, ২০২০ | আপডেট: ১১:৩৪ অপরাহ্ণ ,২২ মে, ২০২০
রাজবাড়ী জেলা পুলিশের উদ্যোগে ঈদ উপহার হিসাবে খাদ্য-দ্রব্য বিতরণ

রাজবাড়ী প্রতিনিধি।। রাজবাড়ী জেলা পুলিশের উদ্যোগে- করোনা দূর্যোগে ৫ শতাধিক কর্মহীন দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরন করলেন- রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম।

ঈদ উপহার হিসাবে ছিল চাল, ডাল, সেমাই, চিনিসহ বিভিন্ন প্রকার খাদ্য দ্রব্যের ৫শ প্যাকেট। এছাড়াও রাজবাড়ী জেলার প্রতিটি থানায় ৫ শ প্যাকেট খাদ্য সামগ্রী পাঠানো হয়েছে।

২২ মে-২০২০ শুক্রবার দুপুরে রাজবাড়ী জেলা শহরের কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে রাজবাড়ী সদর উপজেলার কর্মহীন দরিদ্রদের মাঝে এ ঈদ উপহার বিতরণ করা হয়।

এ সময়, অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ ও প্রশাসন মোঃ সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফজলুল করিম, মোঃ শরিফ উজ জামান, রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার মজুমদার, গোয়োন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ওমর শরিফ উপস্থিত ছিলেন।
খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে রাজবাড়ীর পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, আমরা করোনা ভাইরাস থেকে রাজবাড়ীবাসিকে বাঁচাতে হোম কোয়ারেনটাইন করেছি, মানুষকে সামাজিক দুরুত্ব বজায় রেখে চলতে সচেতনামূলক প্রচার প্রচারনা চালিয়েছি। আমরা হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরন করেছি। আমরা দুস্থ্যদের জন্য ইফতারের আয়োজন করেছি। রাজবাড়ী জেলা পুলিশ শিশুদের কাপর কিনে দিচ্ছে। খাবার দিচ্ছি।ঈদ উপলক্ষ্যেও কর্মহীন দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার হিসাবে খাদ্য-দ্রব্য বিতরণ করছি।

Comments

comments