আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীর পাঁচুরিয়ায় শেখ হাসিনার উন্নয়ন বিষয়ক মতবিনিময়সভা অনুষ্ঠিত


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ ,৯ সেপ্টেম্বর, ২০২৩ | আপডেট: ১২:১৪ পূর্বাহ্ণ ,১০ সেপ্টেম্বর, ২০২৩
রাজবাড়ীর পাঁচুরিয়ায় শেখ হাসিনার উন্নয়ন বিষয়ক মতবিনিময়সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার।। বাঙালী জাতির পিতার স্বপ্নের বাংলাদেশে শেখ হাসিনার উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত।

 কৃষক বাঁচাও-দেশ বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে বরাট ইউনিয়ন কৃষকলীগের আয়োজনে ৯ সেপ্টেম্বর বিকেল ৪.টার দিকে পাঁচুরিয়া রেলওয়ে স্টেশনের পাশে এ সভা অনুষ্ঠিত হয়।

বরাট ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আঃ কাদের মুন্সির সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী। এমপি বলেন- আগামীতে ছয় হাজার কোটি টাকা ব্যায়ে রাজবাড়ীতে রেলের উন্নয়ন হবে। বিএনপির আমলে রাজবাড়ী লোকসেড ধ্বংস করে ফেলেছিল, সেটা বর্তমান সরকারের আমলে আবার হবে, কার্য্যক্রম শুরু হয়েছে। রেলের দখলকৃত সম্পত্তি উদ্ধার কাজ চলছে। পদ্মা সেতুতে রেল চালু হয়েছে, এখন আপনারা রাজবাড়ী থেকে ট্রেনে চড়ে ঢাকা যেতে পারবেন। এসব উন্নয়ন করেছে জননেত্রী শেখ হাসিনা। দেশে আরেকটা বড় সেতু হবে, সেটা দৌলতদিয়া-পাটুরিয়া পদ্মা সেতু হবে। সরকার পরিবর্তন হলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হয়। সে কারণে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আপনারা আবারও নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য আহ্বান জানাচ্ছি।

বিশেষ অতিথির বক্তৃতা করেন- রাজবাড়ী জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আসজাদ হোসেন আরজু, সদর উপজেলা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মেছের আলী খান, প্রধান বক্তা জেলা কৃষক লীগের আহবায়ক মোঃ আবু বককার খান, পাঁচুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী মোঃ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম মোল্লা, বরাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আরশাদ আলী সরদার, সাধারণ সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন শেখ, জেলা কৃষক লীগের সদস্য আলহাজ্ব গাজী বিল্লাল হোসেন, জেলা কৃষক লীগের সদস্য ও ১, ২, ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ নার্গিস বেগম। সভা সঞ্চালনা করেন বরাট ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ মাঈনুদ্দিন সরদারও গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মুরাদ হোসেন।  এ সময়, স্থানীয় আওয়ামী লীগের ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মিবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments

comments