আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

এমপি কাজী কেরামত আলীর উদ্যোগে গোয়লন্দে নগদ টাকা ও খাদ্য বিতরণ


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ ,১৭ মে, ২০২০ | আপডেট: ১০:৩৬ অপরাহ্ণ ,১৮ মে, ২০২০
এমপি কাজী কেরামত আলীর উদ্যোগে গোয়লন্দে নগদ টাকা ও খাদ্য বিতরণ

গোয়লন্দ প্রতিনিধি।। করোনা প্রদুর্ভাবের মধ্যে জীবনের ঝুকি নিয়ে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলীর উদ্যোগে ১৭ মে-২০২০ রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত গোয়ালন্দ পৌরসভায় ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৮৫০ জন দরিদ্র পরিবারের মাঝে নগদ ৮৫ হাজার টাকাসহ চাল, ডাল, আটা, চিনি, সেমাই সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

সকালে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মডেল হাই স্কুল মাঠে ৩০০ জন অসহায় মানুষের মাঝে চাউল, ডাল, আটা, চিনি, সেমাই ও ১০০ টাকাসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

পরবর্তীতে, গোয়ালন্দ পৌরসভায় ২৫০ জনকে ত্রাণ ও ২৫ হাজার টাকা এবং উজানচর ইউপি কার্যালয়ের সামনে ৩০০ জনের মধ্যে ত্রাণ ও ৩০ হাজার টাকা বিতরণ করা হয়।

এ বিতরণী অনুষ্ঠানে- উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা- রুবায়েত হায়াত শিপলু, জেলা আওয়ামী লীগ নেতা হেদায়েত আলী সোহরাব, এস.এম নওয়াব আলী, ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন, গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম মন্ডল, উপজেলা যুবলীগের সভাপতি- মোঃ ইউনুস মোল্লা, দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, দৌলতদিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক- মোঃ জুলহাস মোল্লা, দৌলতদিয়া ২ নং ওয়ার্ডের ইউ.পি সদস্য- আশরাফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময়, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী বলেন- করোনা ভাইরাসের কারনে কোন মানুষ যাতে খাবারের কষ্ট না করে সে জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা কাজ করে যাচ্ছি। গোয়ালন্দ উপজেলার চারটি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় ১ হাজার ৪ শত মানুষের মাঝে এই খাদ্য সহায়তা প্রদান করা হবে বলেও তিনি জানান।

Comments

comments