আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

আজ শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১২:১৫ অপরাহ্ণ ,১৭ মে, ২০২০ | আপডেট: ৯:০৮ অপরাহ্ণ ,১৮ মে, ২০২০
আজ শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস

জনতার মেইল।।  আজ ১৭ই মে। প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনার ৩৯তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস। প্রবাস জীবন শেষে ১৯৮১ সালের এই দিনে দেশে ফিরে দলের হাল ধরেন তিনি। তার নেতৃত্বেই আওয়ামী লীগ চারবার সরকার গঠন করে। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড ও যুদ্ধাপরাধীরদের বিচার সম্পন্ন করাসহ নানা চ্যালেঞ্জের মোকাবেলা করেছেন তিনি।

১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করা হয়। এসময় জার্মানিতে থাকায় প্রাণে বেঁচে যান জাতির পিতার জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা।

১৯৮১ সালের ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল অধিবেশনে শেখ হাসিনার অনুপস্থিতিতেই তাকে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত করা হয়।

দীর্ঘ ৬ বছর প্রবাসে থাকার পর নানা প্রতিকুলতা উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে ১৯৮১ সালের ১৭ই মে দেশে ফেরেন শেখ হাসিনা। সেদিন বৈরি আবহাওয়া উপেক্ষা করে সারা দেশ থেকে আসা লাখো মানুষের ভালবাসায় সিক্ত হন বঙ্গবন্ধু কন্যা। জনসমুদ্রে বঙ্গবন্ধুর আর্দশ বাস্তবায়নের মাধ্যমে পিতৃহত্যার প্রতিশোধ নেওয়ার শপথ করেন শেখ হাসিনা।

তার নেতৃত্বে ঘুরে দাঁড়ায় আওয়ামী লীগ। দলীয় কাউন্সিলে টানা ৯ বার সভাপতি নির্বাচিত হন বঙ্গবন্ধু কন্যা। তার নেতৃত্বে ৪ বার সরকার গঠন করে আওয়ামী লীগ। সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে কারাবরণও করেন শেখ হাসিনা।

বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফেরানোর পাশাপাশি বিচারের মুখোমুখি করে শেখ হাসিনা সরকার। যুদ্ধাপরাধীরদের বিচারের মতো প্রায় অসাধ্য কাজ শুরু করেন শেখ হাসিনা।

বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বেই খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, মাতৃমৃত্যু হার কমিয়ে আনা, অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখাসহ স্বপ্নের সোনার বাংলা গড়ার পথে বহুদূর এগিয়েছে বাংলাদেশ।

২০০৪ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২১শে আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলাসহ মোট ১৯ বার হত্যার চেষ্টা করা হয় বঙ্গবন্ধু কন্যাকে।

Comments

comments