আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

সুন্দররনের আত্মসমর্পণকারী জলদস্যুদের মাঝে ঈদ উপহার বিতরণ


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ ,১৬ মে, ২০২০ | আপডেট: ১১:৩০ অপরাহ্ণ ,১৭ মে, ২০২০
সুন্দররনের আত্মসমর্পণকারী জলদস্যুদের মাঝে ঈদ উপহার বিতরণ

স্টাফ রিপোর্টার।।  র‌্যাব ফোর্সেস ডিজি’র পক্ষ হতে- করোনা পরিস্থিতি বিবেচনায় আত্মসমর্পণকারী পুনর্বাসিত কর্মহীন জলদস্যুদের সাহায্যার্থে এবং আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ১৬ মে-২০২০ শনিবার বরিশালে আত্মসমর্পণকৃত ২৭ টি বাহিনীর ২৮৪ জন সুন্দরবনের জলদস্যুকে ঈদ উপহার প্রদান করা হয়েছে।

তন্মধ্যে বাগেরহাট সদরে ৭৯ জনকে ঈদ উপহার প্রদান করেন র‌্যাব-৮ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আতিকা ইসলাম, বিপিএম ও অপস্ অফিসার এএসপি মুকুর চাকমা।

বাগেরহাট জেলার মংলায় ১০০ জনকে ঈদ উপহার প্রদান করেন র‌্যাব-৮ এর স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ ইফতেখারুজ্জমান ও এএসপি সঞ্জয় কুমার সরকার।

খুলনায় ৪০ জনকে ঈদ উপহার প্রদান করেন র‌্যাব-৮ এর ‘ল’ অফিসার এএসপি মোঃ আদনান মুস্তাফিজ। সাতক্ষীরা সদর ও মুন্সিগঞ্জে ৬৫ জনকে ঈদ উপহার প্রদান করেন র‌্যাব-৮ এর স্কোয়াড কমান্ডার এএসপি মাহিদুল হাসান। ভবিষ্যতেও  র‌্যাব-৮ এর এ ধরনের জনকল্যানমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানাযায়।

উপহার সামগ্রীর তালিকাঃ- ভাতের চাল, পোলাউ চাল, ডাল, সোয়াবিন তৈল, লাচ্ছা সেমাই, চিনি, গুড়া দুধ, লবন, পেঁয়াজ, গরম মসলা, হুইল পাউডার, লাক্স সাবান, মিনি লাক্স সাবান, মাস্ক, ব্যাগ ও যাতায়াত ভাড়া প্রদাণ করা হয়।

উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী গত ১ নভেম্বর-২০১৮ তারিখে সুন্দরবনকে জলদস্যু মুক্ত ঘোষণা করেন। মাওয়ালী, বাওয়ালী, বনজীবী, বন্যপ্রাণী এখন সবাই নিরাপদ। নির্ভয়ে নির্বিঘ্নে আসছে দর্শনার্থী-পর্যবেক্ষক এবং জাহাজ বণিকেরা। এভাবেই সরকারের দূরদর্শিতায় সুন্দরবন কেন্দ্রিক অর্থনৈতিক গতিশীলতার ব্যাপক সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। মূলতঃ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্ব, দিক নির্দেশনা ও পৃষ্ঠপোষকতা এবং স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধান এবং র‌্যাবের সক্রিয় অংশগ্রহণে সুন্দরবন আজ জলদস্যু মুক্ত।

Comments

comments