আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনার ভ্যাকসিন তৈরির দাবি জানালেন ইতালি। জার্মানি, যুক্তরাষ্ট্র, চীনে গবেষণা চলছে


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ ,৬ মে, ২০২০ | আপডেট: ১০:৪৩ অপরাহ্ণ ,৬ মে, ২০২০
করোনার ভ্যাকসিন তৈরির দাবি জানালেন ইতালি। জার্মানি, যুক্তরাষ্ট্র, চীনে গবেষণা চলছে

আন্তর্জাতিক ডেস্ক।।  ইতালির রোমের স্প্যালানজানি হাসপাতালে বিশেষজ্ঞরা প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের প্রতিষেধক (ভ্যাকসিন) তৈরি করেছেন। ৫ এপ্রিল-২০২০ মঙ্গলবার সায়েন্স টাইমস ম্যাগাজিনে ইতালীয় গবেষকদের একটি বিবৃতি প্রকাশিত হয়েছে।

এতে বলা হয়েছে, রোমের স্প্যালানজানি হাসপাতালে বিশেষজ্ঞরা করোনার প্রতিষেধক তৈরি করেছেন। এটি ইঁদুরের শরীরে প্রয়োগ করে সাফল্য পাওয়া গেছে, তা মানুষের শরীরেও করোনা দূর করতে সক্ষম হবে।

ইতালীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানি টাকিসের সিইও লুইগি আরিসিচিও স্থানীয় সংবাদ সংস্থাকে জানিয়েছেন, তাদের তৈরি এ প্রতিষেধকই বিশ্বের মধ্যে সবচেয়ে উন্নত পর্যায়ে রয়েছে।

গবেষকরা ইঁদুরের শরীরে এই প্রতিষেধক প্রয়োগ করে দেখেছেন, এতে করোনা প্রতিরোধী অ্যান্টিবডি তৈরি হচ্ছে। এ ধরনের পাঁচটি ভ্যাকসিন ক্যান্ডিডেট (সরকারি অনুমোদনের অপেক্ষায় থাকা প্রতিষেধক) বিপুল সংখ্যাক অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম হয়েছে। এদের মধ্যে সেরা দু’টি প্রতিষেধক অনুমোদনের জন্য নির্ধারণ করেছেন গবেষকরা।

তাদের বিশ্বাস, প্রতিষেধকটি এই গ্রীষ্মের পরেই ব্যবহারের ছাড়পত্র পাওয়া যাবে।

বর্তমানে জার্মানি, যুক্তরাষ্ট্র, চীনসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে করোনাভাইরাসের প্রতিষেধক তৈরির গবেষণা চলছে। তবে তাদের কোনও প্রতিযোগিতায় যেতে রাজি নন লুইগি। তার কথায়, ‘করোনার সঙ্গে সবাই লড়ছে। আমরা কারও সঙ্গে প্রতিযোগিতা করছি না। বরং সবার সহায়তা পেলেই লড়াই সার্থক হবে।’

সূত্র: সিএনবিসি, আরব নিউজ, টাইমস অব ইন্ডিয়া

Comments

comments