আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

গান গেয়ে সচেতনতা সৃষ্টি করছেন বালিয়াকান্দি থানা পুলিশ


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ ,২৮ এপ্রিল, ২০২০ | আপডেট: ১২:৪০ পূর্বাহ্ণ ,২৯ এপ্রিল, ২০২০
গান গেয়ে সচেতনতা সৃষ্টি করছেন বালিয়াকান্দি থানা পুলিশ

সমির কান্তি বিশ্বাস।। প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসচেতনা সৃষ্টির লক্ষ্যে বাদ্যযন্ত্র বাজিয়ে গানে গানে প্রচার চালিয়ে যাচ্ছেন রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশ।

২৮ এপ্রিল-২০২০ মঙ্গলবার সকাল থানা প্রাঙ্গন থেকে বেড় হয়ে উপজেলার বিভিন্ন হাট-বাজারে ও পাড়া-মহল্লায় সচেতনামূলক গান গেয়ে যাচ্ছেন তারা।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা থানা প্রাঙ্গনে এ গান-বাজনা কর্মসূচি উদ্বোধন করেন। পরে থানার তদন্ত ওসি ওবায়েদুল হকের নেতৃত্বে থানার পুলিশের সদস্যরা এ কার্যক্রম শুরু করেন। উপজেলা পরিষদ চত্বরে এ প্রচারনাকালে উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির উপস্থিত ছিলেন।

বালিয়াকান্দি থানার তদন্ত ওসি ওবায়েদুল হক বলেন- করোনা ভাইরাস প্রতিরোধে গ্রামাঞ্চলের জনসাধারনের মধ্যে আমরা দীর্ঘদিন ধরেই সচেতনতা কার্যক্রম পরিচালনা করে আসছি। তারই ধারাবাহিকতায় আজ গানে গানে প্রচারনা চালানো হচ্ছে।এতে সাধারন মানুষ আরো বেশি সচেতন হবে বলে তিনি মনে করেন।

Comments

comments