আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

এ.জে মিন্টুর সহযোগীতায় প্রধানমন্ত্রীর তহবিলের ৫০ হাজার টাকা পেলেন রাজবাড়ীর এক অসুস্থ ছাত্রী


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৩:১০ অপরাহ্ণ ,২৭ এপ্রিল, ২০২০ | আপডেট: ১২:০৬ পূর্বাহ্ণ ,২৮ এপ্রিল, ২০২০
এ.জে মিন্টুর সহযোগীতায় প্রধানমন্ত্রীর তহবিলের ৫০ হাজার টাকা পেলেন রাজবাড়ীর এক অসুস্থ ছাত্রী

রাজবাড়ী প্রতিনিধি।। চিকিৎসার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আর্থিক সহযোগিতার ৫০ হাজার টাকার চেক পেলেন দশম শ্রেণীর ছাত্রী শোভা আক্তার। সে রাজবাড়ী জেলা সদরের রাজবাড়ী পৌরসভার ৫-নং ওয়ার্ডের বাসিন্দা রিক্সা চালক মোঃ জামালের মেয়ে।

রাজবাড়ী পৌর আওয়ামীলীগের ৫-নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক এ.জে মিন্টু তার ফেসবুক আইডিতে লিখে জানান- আমার সহযোগীতায় শোভা আক্তারের অসুস্থতার বিষয়টি স্থানীয় সংসদ সদস্যকে অবগত করায় তার চিকিৎসার জন্য প্রধান মন্ত্রীর কাছে আর্থিক সহায়তার আবেদন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী। তার আবেদনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে শোভা আক্তারের জন্য ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।

প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যান তহবিলের এ চেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলীর একান্ত সচিব বিষ্ন বাবুর কাছ নিকট থেকে নিয়ে আজ ২৭ এপ্রিল-২০২০ সোমবার দুপুরে রিক্সা চালক জামালের বাড়িতে গিয়ে শোভার বাবা-মায়ের উপস্থিতিতে শোভা আক্তারের হাতে ৫০ হাজার টাকার ওই চেক তুলে দেন রাজবাড়ী পৌর আওয়ামীলীগের ৫-নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক এ জে মিন্টু।

এ বিষয়ে, শোভা আক্তার ও তার বাবা-মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ও এমপি কাজী কেরামত আলী’র দির্ঘায়ু কামনা করে মহান আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করেছেন। সেইসাথে পৌর ৫-নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ জে মিন্টুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও দোয়া করে আল্লাহর নিকট শুকরিয় আদায় করেন।

Comments

comments