আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে রেডক্রিসেন্ট ইউনিটের ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ ,২২ এপ্রিল, ২০২০ | আপডেট: ১:২৬ পূর্বাহ্ণ ,২৩ এপ্রিল, ২০২০
রাজবাড়ীতে রেডক্রিসেন্ট ইউনিটের ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন

উজ্জ্বল চক্রবর্ত্তী।। রেডক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে রাজবাড়ী জেলার ৫ উপজেলার কর্মহীন, প্রতিবন্ধী ও অসহায় ৭০০ পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হবে। এ উপলক্ষ্যে ২২শে এপ্রিল-২০২০ বুধবার সকালে রাজবাড়ী জেলা শহরের এক নম্বর বেড়াডাঙ্গায় রেডক্রিসেন্ট প্লাজায় এই ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধন করেন রেডক্রিসেন্ট জেলা ইউনিটের সভাপতি ও রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফকীর আবদুল জব্বার।এসময় সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হাবিবুল্লাহ, সংস্থার সাধারণ সম্পাদক আকরাম হোসেন, সদস্য নজরুল ইসলাম, আতিকুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

জানা যায়, জেলার ৫ উপজেলার কর্মহীন, প্রতিবন্ধী, অসহায় ৭০০ পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হবে। খাদ্য সহায়তার মধ্যে রয়েছে সাড়ে ৭ কেজি করে চাল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি সয়াবিন তেল, ১ কেজি, ১ কেজি চিনি, ১ কেজি লবণ ও ৫০০ গ্রাম সুজি। সদর উপজেলার বাসিন্দাদের খাদ্য উপকরণ রেডক্রিসেন্ট কার্যালয় থেকে বিতরণ করা হবে। অন্য উপজেলাগুলোতে ত্রাণ বাড়ি বাড়ি গিয়ে পৌছে দেওয়া হবে।

Comments

comments