আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

‘আরে বেটা ভয় কিসের! এই দেশ মইরা গেছে, কিন্তু তর বাপ এখনো বাঁইচা আছে’


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১০:৫৯ পূর্বাহ্ণ ,১৯ এপ্রিল, ২০২০ | আপডেট: ১২:১৩ পূর্বাহ্ণ ,২০ এপ্রিল, ২০২০
‘আরে বেটা ভয় কিসের! এই দেশ মইরা গেছে, কিন্তু তর বাপ এখনো বাঁইচা আছে’

জনতার মেইল ডেস্ক।। গত দু’দিন ধরে ভাইরাল হয়ে ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে ছবিটা। নির্বিকার দাড়িয়ে থাকা সবার সামনে দিয়ে অসহায় এক বাবার সন্তানকে কোলে করে সিড়ি দিয়ে বয়ে নিয়ে যাওয়ার দৃশ্য। এগিয়ে আসেনি কেউ। ছবিটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের। বাচ্চাটার করোনা পজিটিভ, রংপুরের স্কুল ছাত্র।

বাবার প্রিয় সন্তান মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত, জরুরীভাবে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে স্থানান্তর করতে হবে। হাসপাতালের বাইরে এম্বুলেন্স পর্যন্ত নিয়ে আসার জন্য স্ট্রেচার প্রয়োজন, ডাক্তার, নার্স, ওয়ার্ডবয় কেউ এগিয়ে আসলেন না, যদি তারাও সংক্রমিত হন এই ভয়ে কেউ এগিয়ে আসলেন-না।

বাবা ছেলেকে কোলে তুলে নিয়ে বললো, ‘আরে বেটা ভয় কিসের! এই দেশ মইরা গেছে, কিন্তু তর বাপ এখনো বাঁইচা আছে’।

এরই নাম বাবা! এরই নাম বৃটবক্ষের ছায়া! বাবারা বুজি এমনই হয়……  বাবারা হারতে জানেনা, প্রিয় সন্তানদের জন্য শেষনিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত লড়তে প্রস্তুত থাকেন। হে আল্লাহ তুমি এই বাবা এবং সন্তানকে সুস্থ করে দাও। জনতার মেইল.কম- এর চোখে এটা বর্তমান সময়ের সেরা হৃদয়স্পর্শী ঘটনা….

( ছবিটা ফেইসবুক থেকে সংগৃহিত )

কয়দিন আগেও করোনা আক্রান্ত হয়ে মৃত ৬ বছরের ছেলের লাশ এক বাবা কোলে নিয়ে কবর দিয়েছেন। অথচ সেদিনও এক বৃদ্ধা মায়ের করোনা হয়েছে ভেবে বনে জঙ্গলে ফেলে গিয়েছিল কুলাঙ্গার কিছু হারামজাদা সন্তান নামক পিশাচের দল।

হ্যাঁ এটাই হল মা-বাবা আর সন্তানের মধ্যে পার্থক্য। এ পার্থক্য আকাশ-পাতাল ব্যবধান। করোনা ভাইরাসও সেটাই প্রমাণ করে দিল।

Comments

comments