আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীর এমপি’র স্ত্রী করোনায় আক্রান্ত, চৈতী তার মায়ের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ ,১৮ এপ্রিল, ২০২০ | আপডেট: ১১:১০ অপরাহ্ণ ,১৯ এপ্রিল, ২০২০
রাজবাড়ীর এমপি’র স্ত্রী করোনায় আক্রান্ত, চৈতী তার মায়ের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন

নিজস্ব প্রতিনিধি।।  করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা কুর্মীটোলা হাসপাতালে ভর্তি হয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলীর স্ত্রী রেবেকা সুলতানা সাজু (৫৩)।সে আইসোলেশন আছেন।

করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ীর সিভিল সার্জন ডা. নুরুল আমিন বিশ্বাস বলেন এমপি সাহেবের স্ত্রী বর্তমানে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে ভর্তি আছেন।

বিষয়টি জানার জন্য ১৮ই এপ্রিল-২০২০ শনিবার বিকেল ৫.টার দিকে এমপি আলহাজ্ব কাজী কেরামত আলীর সাথে মুঠোফনে কথা হলে তিনি জনতার মেইলকে বলেন- আমার স্ত্রী বেশ কিছুদিন আগে থেকেই শ্বাসকষ্টে ভুগছিলো, হঠাৎ সমস্যাটি বেড়ে যাওয়ায় চিকিৎসকের পরামর্শ নিতে গেলে তার শরীরে করোনাভাইরাস ধরা পড়ে, তাকে ১৪ এপ্রিল কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও রোগীর পাশে থাকা ঠিকনা, তারপরেও সেবাযত্নের জন্য তার পাশে আমি আছি।এমপি আরো বলেন-আমার স্ত্রী’র অবস্থা ভালনা, এমতাবস্থায় একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া রক্ষা করার কেউ নাই। তার পরেও সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন তার হায়াত দারাজ করেন।সে যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে।

এমপি’র একমাত্র কন্যা কানিজ ফাতেমা চৈতি মুঠোফনে বলেন- আমার আম্মু দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। হঠাৎ কয়েক দিন ধরে সমস্যাটি বেড়ে গেলে চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়। পরে ১৪ এপ্রিল আম্মুর শরীরে করোনাভাইরাস ধরা পড়ে।সে কুর্মীটোলা হাসপাতালে ভর্তি আছে।এ সময় তিনি আরো বলেন- আমার আম্মু বর্তমানে অনেকটাই সুস্থ আছেন। আল্লাহ-তায়ালার রহমতে আম্মু দ্রুত সুস্থ হয়ে আবার সবার মাঝে ফিরে আসবেন। সকলেই তার জন্য দোয়া করবেন।

Comments

comments