আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনাঃ বায়েজিদের নির্দেশনায় ত্রান নিয়ে সাধারণ মানুষের দরজায় পিরোজপুর জেলা ছাত্রলীগ


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ ,১১ এপ্রিল, ২০২০ | আপডেট: ৮:১৭ অপরাহ্ণ ,১২ এপ্রিল, ২০২০
করোনাঃ বায়েজিদের নির্দেশনায় ত্রান নিয়ে সাধারণ মানুষের দরজায় পিরোজপুর জেলা ছাত্রলীগ

পিরোজপুর সংবাদদাতা-মোঃ জাহিদ হাসান।। পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সধারণ সম্পাদক ও নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান এস.এম. বাইজদ হোসেন এবং পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক ইফতেখার মাহমুদ সজলের নির্দেশনায় চৈত্রের এই প্রত্যপ্ত তাপে মানুষ যখন ফ্যানের ঠান্ডা বাতাসে আবৃত ঠিক তখন অসহায় মানুষদের পাশে থেকে বাড়িতে বাড়িতে গিয়ে সবজিসহ অন্যান্য ত্রাণ সামগ্রী বিতরণ করেন- পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক নাঈম খান ও সাইফুর রহমান শামীম।

জানা গেছে করোনা ভাইরাস প্রতিরোধে সামাজাজিক দুরুত্ব বজায় রাখতে অসহায় মানুষদের পাশে থাকার জন্য সব রকমের চেষ্টা করবেন তারা। তাদের কাছে জিজ্ঞেস করলে তারা বলেন- লকডাউন হওয়ার কারণে পেশাজীবী দিনমজুর ও সাধারণ মানুষ‌ অনেক ভোগান্তির শিকার হচ্ছে তাই আমরা তাদের দরজায় দরজায় গিয়ে ত্রাণ সামগ্রী সহ কাঁচা সবজি পৌঁছে দেয়ার দায়িত্ব নিয়েছি, যাতে তারা কোন রকম ভোগান্তির শিকার না হয় এবং এই মহামারী করোনা ভাইরাস থেকে রক্ষা পায়।

১১ এপ্রিল-২০২০ শনিবার জনতার মেইলে.কম এর পিরোজপুর প্রতিনিধি তাদেরকে জিজ্ঞেস করেন আপনাদের জীবনে কি কোন রকমের ভয় কাজ করে না আপনাদেরও-তো বাবা-মা আছে, পরিবার আছে তার প্রেক্ষিতে তারা বলেন- অবশ্যই আছে, কেন নয় তারপরেও সাধারণ মানুষ আমাদের মা-বাবার মত যার কারণে সব রকমের ভয়কে উপেক্ষা করেই আমারা মাঠে নেমেছি। তারা আরো বলেন, ৭১’র যুদ্ধ ছিল দেশ প্রেমের যুদ্ধ, সেই যুদ্ধের সময় আমাদের জন্ম হয়নি তাই অংশগ্রহন করতে পারিনি, এ যুদ্ধ করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ, এ যুদ্ধ মহানুভবতার যুদ্ধ, এ যুদ্ধ দেশপ্রেমের যুদ্ধ, আমরা যখন ছাত্রলীগের রাজনীতি করি তখন সাধারণ মানুষের সাহায্য করাই আমাদের কাজ হিসেবে ধরে নিয়েছি এবং জীবনে যতদিন বেঁচে থাকব ততদিন পর্যন্ত সাধারণ মানুষের সাহায্য করে যাব, তাতে যতই মহামারী আসুক না কেন? এটা আমাদের কাজ এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার অন্যতম পন্থা।

Comments

comments