আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা প্রতিরেোধে রাজবাড়ীতে মানুষকে সচেতন করছে পুলিশ


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ ,৯ এপ্রিল, ২০২০ | আপডেট: ১২:০০ পূর্বাহ্ণ ,১২ এপ্রিল, ২০২০
করোনা প্রতিরেোধে রাজবাড়ীতে মানুষকে সচেতন করছে পুলিশ

রাজবাড়ী প্রতিনিধি।। মহামারি করোনাভাইরাস মোকাবেলায় রাজবাড়ীতে প্রতিনিয়ত মানুষকে সামাজিক দুরত্ব বজায় রাখতে ও সচেতনতা মূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে রাজবাড়ী সদর থানা পুলিশ ও ডিবি পুলিশের দল।

৯ এপ্রিল-২০২০ বৃহস্পতিবার সকালে মাইক হাতে রাজবাড়ী বিভিন্ন এলাকায় প্রচার প্রচারনা চালাতে দেখা যায়। রাজবাড়ী পুলিশ সুপার মিজানুর রহমান.পিপিএম (বার) এর দিকনির্দেশনায় রাজবাড়ী সদর থানা পুলিশের নেতৃত্ব দিচ্ছেন অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার আর ডিবি পুলিশের নেতৃত্ব দিচ্ছেন ওসি ওমর শরিফ।

তারা, সরকারি নির্দেশনা মেনে চলাসহ সামাজিক দূরত্ব বজায় রাখা ও বিনা কারনে মানুষকে বাড়ির বাইরে না থাকতে অনুরোধ জানাচ্ছিলেন।

অপরদিকে, করোনা ভাইরাসকে উপেক্ষা করে ঘর থেকে বের হচ্ছে মানুষ। ভীর করছে বাজারে ও সড়কে। সামাজিক দুরত্ব বজায় রাখতে রাজবাড়ীর বড় বাজারের প্রবেশের পথ বন্ধ করে দেওয়া হলেও কোন নিয়ম মানছেন না মানুষ।

মানুষকে সামাজিক দুরত্ব বজায় রাখতে কাজ করছে জেলা পুলিশ ও  জেলা প্রশাসনের কর্মকর্তারা। সকাল থেকে কোন কারন ছাড়া বাজারের প্রবেশ করায় বেশ কয়েকজনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

রাজবাড়ীর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর শরিফ বলেন, রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন স্যারের নির্দেশনায়  মানুষকে বার বার বোঝানো হচ্ছে কিন্তু কোন কিছুতেই তারা কথা শুনতে চায় না। যে কারনে মানুষকে ঘরে ও সামাজিক দুরত্ব বজায় রাখতে বেগ পেতে হচ্ছে। আগে নিজে থেকে সকলকে সচেতন হতে হবে। তবেই করোনা ভাইরাস মোকাবেলা করা সম্ভব নয়।

Comments

comments