আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

এমপি কাজী কেরামত আলীর উদ্যোগে রাজবাড়ীতে খাদ্য সামগ্রী বিতরণ


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ ,৬ এপ্রিল, ২০২০ | আপডেট: ১:১৯ পূর্বাহ্ণ ,৭ এপ্রিল, ২০২০
এমপি কাজী কেরামত আলীর উদ্যোগে রাজবাড়ীতে খাদ্য সামগ্রী বিতরণ

রাজবাড়ী প্রতিনিধি।। রাজবাড়ী-১ আসনের এমপি ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলীর নিজস্ব অর্থায়ানে- প্রানঘাতি করোনাভাইরাস রোধে সামাজিক দূরত্ব বজায় রাখায় কর্মহীন হয়ে পড়া অসাহায় হতদরিদ্র খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

পবিত্র শবেবরাত উপলক্ষে ৬ এপ্রিল-২০২০ সোমবার দিনব্যপী রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসাহায় হতদরিদ্র খেটে খাওয়া মানুষের মাঝে আটা, চিনি, সুজি, গরম মশলা, কিসমিসসহ অন্যান্য উপকরণ বিতরণ করা হয়।

*রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের দত্তপাড়া আমির উদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সামাজিক দুরত্ব মেনে খাদ্য সামগ্রী বিতরনের মধ্য দিয়ে শুভ সূচনা করেন।

পরে, শহীদ ওহাবপুর মধুপুর ছকিরননেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ২০০ হতদরিদ্র পরিবারের মধ্যে, বসন্তপুর ইউনিয়নের উদয়পুর বালিকা আইডিয়াল একাডেমি মাঠে বসন্ত পুর কো- অপারেটিভ হাইস্কুল মাঠে প্রাঙ্গণে, দরিদ্র, অসহায়, দিন মজুর দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণ উপস্থিত ছিলেন, রাজবাড়ী ১ আসনের এমপি কন্যা কানিজ ফাতেমা চৈতী।

এ সময় আরো উপস্থিত ছিলেন- রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার মজুমদার, আহলাদি পুর হাইওয়ে থানার ওসি মোঃ লুৎফর রহমান, সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন মোল্লা, খানখানাপুর পুলিশ ফাড়ি তদন্ত কর্মকর্তা শহিদুল ইসলাম, খানখানাপুর ইউনিয়নের সহ-সভাপতি হাবিবুর রহমান, সদর উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইউনিয়ন সভাপতি উলফাত জাহান তরীসহ অন্যান্য ইউনিয়ন আওয়ামীলীগের নেতা-কর্মিবৃন্দ প্রমূখ।

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী বলেন- সরকারী সহযোগিতার পাশাপাশি আমার নিজস্ব উদ্যোগে এসব খাদ্য সামগ্রী বিতরণ করছি। আমার নির্বাচনী এলাকার মানুয়েরা যাতে খাদ্যাভাবে না থাকে সে কারণেই এ উদ্যোগ নিয়েছেন, তাছাড়াও জননেত্রী শেখ হাসিনার নির্দেশেমতাবেক কাজ করে যাচ্ছি। তিনি আরো বলেন, করোনা ভাইরাস রোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মতে সকলকে ঘরে থাকতে হবে, মুখে মাস্ক পড়াসহ সামাজিক দুরত্ব মেনে চলতে হবে।

উল্লেখ্য, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রাখায় কর্মহীন হয়ে নিদারুন কষ্টে দিনাতিপাত করা রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলার ১০ হাজার দরিদ্র পরিবারকে আগামী এক সপ্তাহের মধ্যে খাদ্য সহযোগিতা দেওয়ার ঘোষনা দিয়েছিলেন- সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী। গত ৩০শে মার্চ-২০২০ সোমবার বিকেলে মুঠোফনে জনতার মেইল.কমকে একথা জানিয়ে- রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে রাজবাড়ী ও গোয়ালন্দ পৌরসভাসহ রাজবাড়ী সদর এবং গেয়ালন্দ উপজেলার ১৮ টি ইউনিয়নের ১০ হাজার দরিদ্র পরিবারকে তিনি চাল, ডাল, আটা, চিনি, সুজি, গরম মশলা, কিসমিসসহ অন্যান্য উপকরণসহ খাদ্য সহযোগিতা প্রদান করবেন।

তারই ধারাবাহিকতায় বিভিন্ন ইউনিয়নে দরিদ্র, অসহায় ও দিন মজুরদের মাঝে এ সকল খাদ্য সামগ্রী বিতরণ করেন এবং আজ থেকে শুরু করেন।

Comments

comments