আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

আলাউদ্দিন আলার ব্যক্তিগত উদ্যোগে অসহায়দের মাঝে ত্রান বিতরণ


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ ,৫ এপ্রিল, ২০২০ | আপডেট: ১০:১১ অপরাহ্ণ ,৫ এপ্রিল, ২০২০
আলাউদ্দিন আলার ব্যক্তিগত উদ্যোগে অসহায়দের মাঝে ত্রান বিতরণ

স্টাফ রিপোর্টার।। রাজবাড়ী পৌর ১-নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক, সমাজ সেবক ও ক্ষুদ্র ব্যবসায়ী মোঃ আলা উদ্দিন আলার ব্যক্তিগত উদ্যোগে প্রানঘাতি করোনাভাইরাস রোধে সামাজিক দূরত্ব বজায় রাখা কর্মহীন শতাধিক হত দরিদ্র পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।

৫ এপ্রিল-২০২০ রবিবার বিকেল পৌনে ৪.টার সময় রাজবাড়ী জেলা শহরের লক্ষ্মীকোল হরিসভার সামনের রাস্তায় এ ত্রান সামগ্রী বিতরণ করা হয়। প্রত্যেককে ৫ কেজি চাল, আধাকেজি ডাল, ১ কেজি আলু ও আধাকেজি লবন দেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- যুব সমাজ সেবক মোঃ মজনু মোল্লা, ফিরোজ ফকীর, লিটন দেওয়ান, রাজন সেখ ও সাইফুল সহ আরো অনেকে।

এ ত্রান বিতরনের পর আলাউদ্দিন আলা বলেন- আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী, মহামারি করোনাভাইরাস প্রতিরোধে বর্তমান সময়ে সামাজিক দূরত্ব বজায় রাখতে হচ্ছে। মানুষ ঘড় থেকে বেড় হতে পারছেনা, ফলে কাজ-কর্ম করতে পারছেনা, হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে অভাব অনটন দেখা দিয়েছে। এ মূহুর্তে সহযোগিতা নিয়ে অভাবি মানুষের পাশে আমাদের দাঁড়ানো উচিৎ ও কর্তব্য। সে কারনে আমার সামর্থ অনুযায়ি কিছু চাল-ডাল আজ ১০০টি দরিদ্র মানুষের হাতে তুলে দিলাম। তার মতো সমাজের সবাইকে এগিয়ে আসার জন্য আহ্ববান করেন তিনি।

ত্রান পাবার আশায় এসময় আরো শতাধিক দরিদ্র মহিলারা দৌরে এসে জড়ো হন ও ত্রান বিতরণকারী আলাউদ্দিন আলাকে ঘিরে ধরে, তারা তাদের অভাব অনটনের কথা তুলে ধরে ত্রান পাওয়ার দাবি করেন। ত্রান বিতরণকারি আলা এ সময় তাদেরকে ত্রান দিতে না পেরে ও কিছু বলতে না পেড়ে হতভম্ভ হয়ে যান। ত্রান না পেয়ে ওই সকল দরিদ্র মহিলারা কেউ কাঁদতে কাঁদতে, কেউ আফসোস, আর কেউ হাহুতাশ করতে করতে বাড়ি ফিরতে দেখা যায়।

Comments

comments