আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

সরকারের পক্ষ থেকে কর্মহীন ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ করলো র‌্যাব-৮, বরিশাল


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ ,৩ এপ্রিল, ২০২০ | আপডেট: ১১:৫৯ অপরাহ্ণ ,৩ এপ্রিল, ২০২০
সরকারের পক্ষ থেকে কর্মহীন ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ করলো র‌্যাব-৮, বরিশাল

স্টাফ রিপোর্টার।। সাম্প্রতিক সময়ে সারা বিশ্বে করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করেছে। করোনা ভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ায় মানবজাতি আজ হুমকির সম্মুখীন। বাংলাদেশ একটি ঘনবসতি পূর্ণ দেশ হওয়ায় আমাদের জন্য এটি মারাত্মক বিপর্যয় বয়ে আনতে পারে। একমাত্র ব্যক্তিগত এবং সামাজিক সচেতনতাই আমাদেরকে এ বিপর্যয় থেকে রক্ষা করতে পারে। এ সময়  নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ব্যতিত অন্যান্য দোকান/হোটেল/রেস্টুরেন্ট বন্ধ রাখা, অপ্রয়োজনে গৃহের বাহিরে অবস্থান না করা, বিভিন্ন সামাজিক অনুষ্ঠান বর্জন করা, বাহিরে চলা-চলের সময় মুখে মাস্ক ব্যাবহার করা, ব্যক্তিগত পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করা ইত্যাদি বিষয় সূমহের উপর গুরুত্তারোপ করে প্রচারনা করা হচ্ছে।

সামাজিক দূরত্ব বজায় রাখার প্রয়োজনে সারা বাংলাদেশে জনসমাগমমূলক সব ধরণের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। এর ফলে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হচ্ছে এদেশের খেটে খাওয়া সাধারণ মানুষেরা। কর্মহীন হয়ে পড়া এই সকল ক্ষতিগ্রস্থ জনসাধারণকে সাহায্য ও সহযোগিতা করার জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরণের পদক্ষেপ গ্রহন করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৮, বরিশাল কর্তৃক র‌্যাব-৮ এর আওতাধীন ১১টি জেলায় ৩ এপ্রিল-২০২০ শুক্রবার দিনব্যাপী বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে অসহায় জেলে, দরিদ্র বেদে সম্প্রদায় এবং প্রতিবন্ধীসহ সর্বমোট ৪০০ (চারশত) পরিবারকে ত্রানসামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলায় সুন্দরবনের আত্মসমর্পনকৃত ২৮৪ (দুইশত চুরাশি) জন জলদস্যু পরিবারকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী এবং করোনা ভাইরাস প্রতিরোধী উপকরণ বিতরণ করা হয়। এ কর্মসূচীতে স্থানীয় জনসাধারণেল মধ্যে জনসচেতনতা সৃষ্টির জন্য প্রেষনা এবং করোনা ভাইরাস প্রতিরোধে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনামূলক লিফলেট বিতরণ করা হয়।

র‌্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন জনতার মেইলকে জানান, বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে অসহায় ও দুস্থদের নিজ নিজ ঘরে এ ত্রান-সাহায্য পৌঁছে দেওয়া হয়। তিনি আরো জানান, র‌্যাব-৮ এর অধীনে সকল জেলায় নিয়মিত রোবাস্ট পেট্রোলিং এর মাধ্যমে জনগণকে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন করার লক্ষ্যে টহল বিদ্যমান রয়েছে। ভবিষ্যতেও র‌্যাব-৮ এর এ ধরনের জনকল্যানমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Comments

comments