আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা ইস্যুতে পটুয়াখালী র‌্যাব-৮ এর উদ্যোগে ত্রান বিতরণ


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১২:২৬ অপরাহ্ণ ,৩ এপ্রিল, ২০২০ | আপডেট: ৪:৩৩ অপরাহ্ণ ,৩ এপ্রিল, ২০২০
করোনা ইস্যুতে পটুয়াখালী র‌্যাব-৮ এর উদ্যোগে ত্রান বিতরণ

স্টাফ রিপোর্টার।। মহামারি করোনাভাইরাস প্রতিরোধে অন্যতম পদক্ষেপ হচ্ছে সোশ্যাল দূরত্ব বজায় রাখা। সে কারনে সারাদেশে চলছে এক অঘোষিত লকডাউন। আর এই লক ডাউনের বাজারে কর্মহীন হয়ে পড়া ১০০টি হতদরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেছে পটুয়ালী র‌্যাব।

র‌্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিনের নেতৃত্বে- ৩ এপ্রিল-২০২০ শুক্রবার সকাল ১০.টা হতে দুপুর পর্যন্ত পটুয়াখালী সদর থানাধীন বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বেদে সম্প্রদায়, অসহায় ও দুস্থদের নিজ নিজ ঘরে এ ত্রান-সাহায্য পৌঁছে দেওয়া হয়।

বিতরণ করা ত্রান সামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ লিটার তেল, ২ কেজি মুড়ি, ১ কেজি চিড়া, ৫টি ওরস্যালাইন ও গ্লুকোজ-১ প্যাকেট। এছাড়াও ভাইরাস প্রতিরোধক হিসাবে ২টি সাবান, ১ প্যাকেট ব্লিচিং পাউডার ও ১টি মাস্ক ইত্যাদি।

এ সময়, করোনা ভাইরাসের কারনে হোম কোয়ারেন্টাইনে থাকা, সামাজিক দুরত্ব বজায় রাখা, মাস্ক পরিধান করা, জনসমাগম এড়িয়ে চলা ইত্যাদি বিষয়ে সকলকে সচেতন করা হয়।

Comments

comments