আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ী স্বাস্থ্য বিভাগকে পিপিই দিলেন কাজী কেরামত আলী এমপি


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ ,৩১ মার্চ, ২০২০ | আপডেট: ৯:২৩ অপরাহ্ণ ,১ এপ্রিল, ২০২০
রাজবাড়ী স্বাস্থ্য বিভাগকে পিপিই দিলেন কাজী কেরামত আলী এমপি

রাজবাড়ী প্রতিনিধি।। করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে রাজবাড়ী জেলা প্রশাসকের ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

এ ভিডিও কনফারেন্স উপস্থিত ছিলেন- সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।

৩১ মার্চ-২০২০ মঙ্গলবার সকাল ১১.টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়।
ভিডিও কানফারেন্সের শেষে- নিরাপত্তা নিশ্চিতে চিকিৎসক ও নার্সদেরকে প্রদানের জন্য জেলা প্রশাসক দিলসাদ বেগমের হাতে পারসোর‌্যাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) তুলে দেন- সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক দিলসাদ বেগম, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম, সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল ইসলাম, বেঙ্গল-১০ রেজিমেন্টের অধিনায়ক মেজর মির্জা ইমরান হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী, সদর হাসপাতালের তত্বাবধায়ক দীপক কুমার বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।

Comments

comments