আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

লকডাউনে আটকে পড়া ২৯টি বেঁদে পরিবারকে চাল-ডাল দিল রাজবাড়ী সদর থানা পুলিশ


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ ,৩০ মার্চ, ২০২০ | আপডেট: ২:১৭ পূর্বাহ্ণ ,৩১ মার্চ, ২০২০
লকডাউনে আটকে পড়া ২৯টি বেঁদে পরিবারকে চাল-ডাল দিল রাজবাড়ী সদর থানা পুলিশ

রাজবাড়ী প্রতিনিধি।। মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে দেশে চলছে লক ডাউন। আর এই লকডাউনের বাজারে কাজ-কর্ম বন্ধ থাকায় সব চেয়ে বড় বিপদে পড়েছেন খেটে খাওয়া দরিদ্র মানুষগুলো।

সে কারনে- রাজবাড়ী সদর থানা পুলিশ ও খানখানাপুর তদন্ত কেন্দ্রের উদ্যোগে ৩০ মার্চ-২০২০ সোমবার বিকালে লক ডাউনে আটকে পড়া অস্থায়ী বেঁদে পল্লীর ২৯টি পরিবারের মাঝে চাল, ডাল, আলু, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরন করা হয়েছে।

বেদে পল্লীটির রাজবাড়ী সদর থানাধীন নিমতলা এলাকায়  গোয়ালন্দ মোড় হাইওয়ে থানার পাশে অবস্থিত রয়েছে ।

এ সময় উপস্থিত ছিলেন- সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার মজুমদার, ওসি (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম, খানখানাপুর তদন্ত কেন্দ্রে আইসি মোঃ শহিদুল ইসলাম প্রমূখ।

বিতরণের পরে- সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার মজুমদার বলেন- ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার) স্যারের দিক নির্দেশনায় ও রাজবাড়ী পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম (বার) স্যারের সার্বিক তত্ত্বাবধানে করোনা ভাইরাস সংক্রমণ আতঙ্কে কর্মবিমুখ হয়ে অনাহারে, অর্ধাহারে দিন কাটানো অস্থায়ীভাবে গড়ে উঠা বেদে সম্প্রদায়ের ২৯ টি পরিবারের মধ্যে সহায়তা হিসাবে আমরা চাল, ডাল, আলু, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করেছি।

Comments

comments