আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

সামাজিক দূরত্ব বজায় রাখতে কালুখালীতে সেনাবাহিনীর টহল অব্যাহত


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ ,৩০ মার্চ, ২০২০ | আপডেট: ১:১৪ পূর্বাহ্ণ ,৩১ মার্চ, ২০২০
সামাজিক দূরত্ব বজায় রাখতে কালুখালীতে সেনাবাহিনীর টহল অব্যাহত

রাকিবুল ইসলাম-কালুখালী সংবাদদাতা।।  মহামারি করোনাভাইরাস প্রতিরোধে সারাদেশে যখন চলছে এক অঘোষিত লক ডাউন, তখন রাজবাড়ীর কালুখালীতে নভেল করোনাভাইরাস বিস্তার রোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে। রাজবাড়ী জেলা প্রশাসনকে সহযোগীতা করার দায়িত্ব পালন করছেনযশোর ৫৫ পদাতিক ডিভিশনের ১০ ইস্ট বেঙ্গল।

৩০ মার্চ-২০২০ সোমবার বিকেলে উপজেলা শহরের বিভিন্ন হাট-বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত টহলের অভিযান দেখা যায়।

টহল টিমের প্রধান ক্যাপ্টেন আসিব নেওয়াজের সাথে কথা হলে তিনি জানান- বিশ্বব্যাপী করোনাভাইরাস কোভিড-১৯ ছড়িয়ে পড়েছে সেই সাথে বাংলাদেশেও। সারা দেশে এ ভাইরাস বিস্তার রোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের আদেশে জেলা প্রশাসনকে সহযোগীতা করতে আমরা মাঠে রয়েছি। আপনারা সবাই বিনা কারণে বাড়ীর বাহিরে আসবেন না। ঘরে থাকুন, নিরাপদ থাকুন।

Comments

comments