আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে ১০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিবে এমপি কাজী কেরামত আলী


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ ,৩০ মার্চ, ২০২০ | আপডেট: ১২:৩৯ পূর্বাহ্ণ ,৩১ মার্চ, ২০২০
রাজবাড়ীতে ১০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিবে এমপি কাজী কেরামত আলী

রাজবাড়ী প্রতিনিধি।। সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী তার ব্যক্তিগত উদ্যোগে রাজবাড়ীর ১০ হাজার পরিবারকে খাদ্যসামগ্রি সহযোগিতা দেবেন।

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে দেশে কার্যত লক ডাউন অবস্থা চলছে। সবাইকে বাসার ভেতরে থাকার নির্দেশনা দেয়া হয়েছে। জরুরী কাজ ছাড়া মানুষের বাড়ীর বাইরে চলাচল নিষেধ।এমতবস্থায় থমকে গেছে মানুষের স্বাভাবিক জীবনযাপন। এই মূহুর্তে সব চেয়ে বড় বিপদে দরিদ্র মানুষ।এই লকডাউনের বাজারে তাঁরা কী করবেন? নিদারুন কষ্টে দিনাতিপাত করছেন খেটে খাওয়া দরিদ্র মানুষগুলো। আর সে কারণে ব্যক্তিগত উদ্যোগে আগামী এক সপ্তাহের মধ্যে রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলার ১০ হাজার পরিবারকে খাদ্য সহযোগিতা দেবেন- সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।

৩০শে মার্চ-২০২০ সোমবার বিকেলে মুঠোফনে জনতার মেইল.কমকে একথা জানিয়েছেন-রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী। তিনি বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে রাজবাড়ী ও গোয়ালন্দ পৌরসভাসহ রাজবাড়ী সদর এবং গেয়ালন্দ উপজেলার ১৮ টি ইউনিয়নের ১০ হাজার দরিদ্র পরিবারকে তিনি চাল, ডাল, আটা, চিনি, সুজি, গরম মশলা, কিসমিসসহ অন্যান্য উপকরণসহ খাদ্য সহযোগিতা প্রদান করবেন।

Comments

comments