আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

জনসচেতনতা বৃদ্ধিতে পটুয়াখালী র‌্যাবের বিশেষ টহল


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ ,২৭ মার্চ, ২০২০ | আপডেট: ১২:০৭ পূর্বাহ্ণ ,২৮ মার্চ, ২০২০
জনসচেতনতা বৃদ্ধিতে পটুয়াখালী র‌্যাবের বিশেষ টহল

স্টাফ রিপোর্টার।। করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোঃ রইছ উদ্দিনের নেতৃত্বে ২৭ মার্চ-২০২০ শুক্রবার বিকেল ৩.টা হতে সন্ধ্যা ৭.টা পর্যন্ত পটুয়াখালীর মির্জাগন্জ, সুবিদখালি ও বরগুনার বেতাগী এলাকায় বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করেছে এলিট ফোর্স র‍্যাব-৮।

করোনা ভাইরাস এর সংক্রমণ সংক্রান্তে সাধারণ মানুষকে সচেতন করার প্রক্রিয়ার অংশ হিসেবে এই বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করে এলিট ফোর্স র‍্যাব ৮।

করোনা প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে সামাজিক দুরত্ব বজায় রাখা ও হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার লক্ষ্যে সবাইকে এসময় সচেতন করা হয়।এছাড়াও জনসমাগম এড়িয়ে চলার ব্যাপারেও সবাইকে সচেতন করা হয়। জরুরি সেবা ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর দোকানপাট ব্যাতিত অন্যান্য দোকান পাট বন্ধ করার ব্যাপারেও জনসাধারণকে উদ্ভুদ্ধ করা হয়। করোনা ভাইরাস প্রতিরোধে জনগণকে সচেতনতার অংশ হিসেবে এই বিশেষ কার্যক্রম পটুয়াখালী ও বরগুনা জেলার বিভিন্ন এলাকায় চলমান থাকবে বলে জানিয়েছেন র‍্যাব-৮৷

Comments

comments