আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

নেমেছে সেনাবাহিনী; রাজবাড়ীর রাস্তাঘাট ছিল জনশুন্য


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ ,২৬ মার্চ, ২০২০ | আপডেট: ২:০৬ পূর্বাহ্ণ ,২৭ মার্চ, ২০২০
নেমেছে সেনাবাহিনী; রাজবাড়ীর রাস্তাঘাট ছিল জনশুন্য

রাজবাড়ী প্রতিনিধি।। মরণঘাতি করোনাভাইরাসের বিস্তার রোধে জনসমাগম ঠেকাতে ও জনসাধারনকে ঘড়ে থাকতে বাধ্য করতে সারাদেশের ন্যায় রাজবাড়ী জেলাতেও টঠল দিতে দেখা গেছে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের।

২৬শে মার্চ-২০২০ বৃহস্পতিবার রাজবাড়ীতে সেনাবাহিনী নামায় রাস্তা ঘাট ছিল জনশুন্য। চায়ের দোকানসহ বিভিন্ন দোকানপাট ও রাস্তার মোড়ে মোড়ে আড্ডাস্থল ছিল বন্ধ। স্বাধিনতা দিবস পালনের কর্মসূচি ছিল বন্ধ।

আজ ছিল রাজবাড়ীর হাট। অন্য দিনের তুলনায় এদিনে জনসমাগম অনেক বেশি হয়। গতকাল এই দিনটিতে শহর একদম ফাঁকা ছিল। বন্ধ ছিল সব দোকানপাট। সেনাবাহিনী মাঠে নেমেছে বুধবার বিকেলেই। পাশাপাশি পুলিশের কড়া নজরদারি। কাঁচাবাজারে মানুষের পদচারণা থাকলেও নেই তেমন কোলাহাল। শহরের প্রাণকেন্দ্র রেলগেট এলাকায় ছিল জন শুন্য পরিবেশ, ছিল শুধু পুলিশ।
এদিকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও রাস্তা ঘাটে রাজবাড়ী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মীরা ছিটিয়েছেন জীবানুনাশক ব্লিচিং পাউডার মিশ্রিত পানি।জেলা পুলিশের উদ্যোগে ১০ হাজার হ্যান্ড স্যানিটাইাজার বিতরণ কার্যক্রম চলছে। হোম কোয়ারেন্টাইনে থাকায় বয়োবৃদ্ধদের সহায়তায় খাদসামগ্রী পৌছে দেয়া হচ্ছে বাড়ি বাড়ি।

রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম জানান, রাজবাড়ীতে ৫৮৭ জন বিদেশ ফেরতকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। হোম কোয়ারেন্টিন মুক্ত হয়েছেন ৫১ জন। সদর হাসপাতালে ১০ শয্যার আইসোলেশন কর্ণার খোলা হয়েছে। তবে চিকিৎসা সেবায় পর্যাপ্ত পারসোন্যাল প্রটেকটিভ ইকুইপমেন্ট ও লজিষ্টিক সাপোর্ট নেই বলে জানান তিনি।

Comments

comments