আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে হোম কোয়ারেন্টিনে আছে ৫৩৬ জন


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ ,২৫ মার্চ, ২০২০ | আপডেট: ১২:৪৭ পূর্বাহ্ণ ,২৭ মার্চ, ২০২০
রাজবাড়ীতে হোম কোয়ারেন্টিনে আছে ৫৩৬ জন

রাজবাড়ী প্রতিনিধি।। মরণঘাতি করোনাভাইরাসে বিস্তার ঠেকাতে রাজবাড়ী জেলায় অন্তত ৫৩৬ জন হোম কোয়ারেন্টিনে রয়েছেন। করোনাভাইরাসের ‘ক্যারিয়ার’ হতে পারেন সন্দেহে, বিভিন্ন দেশ থেকে ফেরা এই মানুষগুলোকে হোম কোয়ারেন্টিন বা ‘স্বেচ্ছা গৃহ-অবস্থান’ করতে নির্দেশ দিয়েছেন রাজবাড়ী জেলা প্রশাসন। শুধু তাই নয়; বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) নিয়ম মেনে তারা অন্তত দু’সপ্তাহ ঘরে অবস্থান করবেন বলে আশা করেছে রাজবাড়ী জেলা স্বাস্থ্য বিভাগ।

২৫শে মার্চ-২০২০ বুধবার, রাজবাড়ী জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয় যে- গত ২৪ ঘন্টায় নতুন করে ১১৫ জনসহ মোট ৫৩৬ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। একই সঙ্গে ১০০ জনকে ছেড়ে দেওয়া হয়েছে।

অপরদিকে, জেলার করোনা-শৃঙ্খলা নিয়ন্ত্রনে আজ থেকে সেনা সদস্যদের প্রধান সড়ক গুলোতে টহল কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে।

Comments

comments