আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

জনসমাগম ঠেকাতে ২৫শে মার্চ থেকে মাঠে নামছে সেনাবাহিনী


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ ,২৩ মার্চ, ২০২০ | আপডেট: ১০:৫২ অপরাহ্ণ ,২৫ মার্চ, ২০২০
জনসমাগম ঠেকাতে ২৫শে মার্চ থেকে মাঠে নামছে সেনাবাহিনী

স্টাফ রিপোর্টার।। করোনাভাইরাস মোকাবেলায় জনসমাগম ঠেকাতে ও কোয়ারেন্টাইনে থাকা নিশ্চিত করতে আগামী ২৫ মার্চ-২০২০ মঙ্গলবার থেকে সারাদেশে সেনা মোতায়েন করা হচ্ছে। তারা জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

এর আগে তিনি আরো জানান- কাঁচাবাজার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও হাসপাতালসহ জরুরি সেবা বিভাগগুলো এই ঘোষণার আওতায় থাকবে না।

করোনাভাইরাস সংক্রমণের কারণে সকল সরকারি অফিস ৪ঠা এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। অর্থাৎ এই সময়ে সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে।

ব্রিফিংয়ে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়মিত খোঁজ খবর নিচ্ছেন এবং সেই আলোকে নির্দেশনা দিচ্ছেন। প্রধানমন্ত্রীর অফিসে দুযোর্গ ব্যবস্থাপনা বিষয়ক বিভাগটি সার্বক্ষণিক খোলা রয়েছে। করোনা মোকাবেলায় ওয়ার্ড পর্যায়ে গ্রাম পুলিশরাও কাজ করছে।

২৬ মার্চ উপলক্ষ্যে সরকারি ছুটির সঙ্গে ২৯ মার্চ থেকে ২ এপ্রিল মোট ৫ দিন যুক্ত করে ছুটি ঘোষণা করা হয়েছে। এর সঙ্গে ৩ ও ৪ এপ্রিল সরকারি সাধারণ ছুটিও যুক্ত হবে। অর্থাৎ আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল মোট ১০ দিন ছুটি থাকবে।

Comments

comments