আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় আক্রান্তদের জন্য রাজবাড়ী হাসপাতালে ১০ বেডের আইসোলেশন ইউনিট চালু


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ ,২২ মার্চ, ২০২০ | আপডেট: ১:১৫ পূর্বাহ্ণ ,২৫ মার্চ, ২০২০
করোনায় আক্রান্তদের জন্য রাজবাড়ী হাসপাতালে ১০ বেডের আইসোলেশন ইউনিট চালু

রাজবাড়ী প্রতিনিধি।। মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে সম্পূর্ণ আলাদা ভবনে ১০ বেডের একটি আইসোশেন ইউনিট চালু করেছে রাজবাড়ী সদর হাসপাতাল কতৃপক্ষ।এছাড়াও করোনা ভাইরাস রোগী ঢাকায় রেফার্ডের জন্য সার্বক্ষরিক প্রস্তুত রাখা হয়েছে একটি এ্যাম্বুলেন্স।
২২ মার্চ-২০২০ রোববার সকালে সদর হাসপাতালের ভেতরের মুল ভবনের বাইরে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কার্যালয়ের দ্বিতীয় তলায় এ আইসোলেশন ইউনিট খোলা হয়।

রাজবাড়ী সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল ইসলাম বলেন- মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী করোনো রোগীদের জন্য সদর হাসপাতালে ১০টি ও উপজেলা হাসপাতালে ৫ টি বেড প্রস্তুত করে আইসোলেশন ইউনিট খোলা হয়েছে। রোগীদের সেবার জন্য মেডিকেল টিম প্রস্তুত এবং চিকিৎসকদের নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে।তিনি আরও বলেন- গত ২৪ ঘন্টায় রাজবাড়ীতে নতুন করে ১২৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। চলতি মাসে বিদেশ থেকে ১৯শ’র বেশি প্রবাসী রাজবাড়ীতে এসেছে এবং বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছে ৩০৬ জন। প্রবাসীদের বাড়ী চিহিৃত করে স্টিকারও লাগানো হয়েছে। অনেক প্রবাসীকে তার ঠিকানা অনুযায়ী গিয়ে পাওয়া যাচ্ছে না। সব মিলিয়ে বলাযায় করোনায় রাজবাড়ীর সার্বিক অবস্থা ভাল।

রাজবাড়ী সদর হাসপাতালের তত্ববাধায়ক দীপক কুমার বিশ্বাস বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে হাসপাতালের মুল অবকাঠামোর বাইরে ১০ বেডের একটি আইসোলেশন ইউনিট খোলা হয়েছে এবং সাধ্য অনুযায়ী চিকিৎসার সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন।

Comments

comments