আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

মুজিববর্ষের অনেক কর্মসূচি বাতিল করেছি করোনার কারণে -প্রধানমন্ত্রী


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১২:০৫ অপরাহ্ণ ,২১ মার্চ, ২০২০ | আপডেট: ২:৩৪ অপরাহ্ণ ,২৪ মার্চ, ২০২০
মুজিববর্ষের অনেক কর্মসূচি বাতিল করেছি করোনার কারণে -প্রধানমন্ত্রী

-ফাইল ছবি-

জনতার মেইল ডেস্ক।। করোনার কারণে আমরা বঙ্গবন্ধুর জন্মশতবাষিকীর অনেক কর্মসূচি স্থগিত ও বাতিল করেছি। করোনাকে আমরা অত্যন্ত গুরুত্ব দিচ্ছি। শুধুমাত্র জনস্বার্থের কথা বিবেচনা করে এসব কর্মসূচি স্থগিত ও বাতিল করা হয়েছে।

শনিবার সকালে ঢাকা সিটি কলেজে ভোট দেয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেছেন।

প্রধানমন্ত্রী বলেন, করোনা ভাইরাস সম্পর্কে সতর্কতা অবলম্বনের জন্য আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করছি। রেডিও টেলিভিশনের মাধ্যমে সতর্কতামূলক বক্তব্য দেয়া হচ্ছে। আশা করব, দেশবাসী যেন এই সতর্কতামূলক বিষয়গুলো মেনে চলে। যেখানে লোকসমাগম বেশি হবে ইতোমধ্যে আমরা সেই লোকসমাগম ও জনসভা নিষিদ্ধ করেছি। এ বিষয়ে পূর্ব ঘোষিত সব কর্মসূচি বাতিল এবং স্থগিত ঘোষণা করেছি।

তিনি বলেন, সব থেকে দুঃখজনক যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে অনেক কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। তার মধ্যে অনেক কর্মসূচি আমরা বাতিল এবং স্থগিত করেছি। করোনাভাইরাসকে আমরা কতটা গুরুত্ব দিয়েছি এটা থেকে আপনারা দেখতে পারেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী তো একবারই আসবে এরপর তো আর পাওয়া যাবে না। তারপরও আমরা জনস্বার্থে এবং জনগণের কল্যাণে এ কর্মসূচি স্থগিত করে শুধু রেডিও টেলিভিশন ও অনলাইনে অনুষ্ঠান প্রচার করছি । আগামীতে যে লোকসমাগমের যে অনুষ্ঠানগুলো আছে সেগুলো আমরা বন্ধ করে দেবো।

তিনি বলেন, হাসপাতালে পোশাক, মাস্ক, হ্যান্ডওয়াশ ছাড়া যা কিছু প্রয়োজন সব ব্যবস্থা করা হয়েছে।

Comments

comments