আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে রাজবাড়ীতে মুজিববর্ষ উদযাপিত


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ ,১৭ মার্চ, ২০২০ | আপডেট: ৮:২৮ অপরাহ্ণ ,১৮ মার্চ, ২০২০
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে রাজবাড়ীতে মুজিববর্ষ উদযাপিত

রাজবাড়ী প্রতিনিধি।। বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর জন্মশতবার্ষিকী, জাতীয় শিশু দিবস-২০২০ এবং মুজিববর্ষ উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে, রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে- ১৭ই মার্চ-২০২০ মঙ্গলবার সকাল ৯.টার দিকে রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর ভাষ্কর্যে পূষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলী জানানো হয়েছে।

এ পূষ্পমাল্য অর্পণকালে উপস্থিত ছিলেন- রাজবাড়ী-১ আসনের এমপি ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী।জেলা প্রশাসক দিলসাদ বেগম, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান প্রমুখ।এছাড়াও জেলা ও পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তর, জেলা বার এসোসিয়েশন, সামাজিক সাংস্কৃতিক রজৈনৈতিক সংগঠন, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ধারাবাহীকভাবে পূষ্পমাল্য অর্পণ করেছেন।

পড়ে, জেলা প্রশাসক কার্যালরে সামনে শত বেলুন উড্ডয়ন করা হয়। এরআগে, সকালে সূর্য্যদয়ের সাথে সাথে রাজবাড়ী পুলিশ লাইন্সে ২১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসরে সূভ সূচনা করা হয়।

দিবসটি উপলক্ষ্যে, সরকারী, বেসরকারি ভবনে ও প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জেলা কারাগার, সরকারী হাসপাতাল, সরকারি শিশু পরিবার ও ডা. আবুল হোসেন ট্রাস্টে উন্নতমানের খার ও মিষ্টি পরিবেশন করা হয়। সরকারী-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ও শহরের প্রধান প্রধান সড়কে বিভিন্ন পতাকাকা দ্বারা ও আলোকসজ্জা সজ্জিতকরণ করা হয়েছে।

বঙ্গবন্ধুর জন্মক্ষণ অর্থাৎ রাত ৮. টায় জেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশী রেলওয়ে মাঠে বর্ণিল আতশবাজি ফাটানো হয়।

অপরদিকে, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উদ্যোগে সকাল সাড়ে ৬.টার দিকে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজবাড়ী-১ আসনের এমপি, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী। ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কাজী ইরাদত আলীসহ জেলা আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা । পড়ে তারা শহরের ৫টি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন করেন।

সন্ধ্যার পরে, দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা, দোয়া মাহফিল, কেঁক কাটা, আতশবাজি, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Comments

comments