আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

হোটেল ও বার বন্ধ করার মতো পরিস্থিতি হয়নি; স্বরাষ্ট্রমন্ত্রী


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ ,১৬ মার্চ, ২০২০ | আপডেট: ১২:১৪ পূর্বাহ্ণ ,১৭ মার্চ, ২০২০
হোটেল ও বার বন্ধ করার মতো পরিস্থিতি হয়নি; স্বরাষ্ট্রমন্ত্রী

জনতার মেইল ডেস্ক।। প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হলেও দেশের হোটেল-বার বন্ধের মতো কোনও পরিস্থিতি এখনও সৃষ্টি হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কামাল।

১৬ মার্চ-২০২০ সোমবার  স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বেসরকারি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রগুলোর মানোন্নয়নে সরকারি অনুদান প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আসাদুজ্জামান খান কামাল কামাল বলেন- স্কুল-কলেজগুলো শিক্ষামন্ত্রী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করেছেন। বেশিরভাগ বারই হোটেল বেইজ। থ্রিস্টার, ফাইভস্টার হোটেল বন্ধ করবো কিনা আপনাদের কাছেই এই প্রশ্ন রাখতে চাই। বার বন্ধের প্রশ্ন তখন আসবে যখন হোটেল বন্ধ করে দেবো, সব ক্লোজ করে দেবো। এখনও সেই সিচ্যুয়েশন আমাদের আসেনি।

করোনার কারণে পুলিশের ট্রেনিংগুলো স্থগিত করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যেখানে যেটা বন্ধ করা উচিত বলে মনে হচ্ছে সেটি বন্ধ করা হচ্ছে। ট্রেনিং বন্ধ হওয়ার মতো এত ইমার্জেন্সি আছে বলে মনে করিনি। এটা আবাসিক ট্রেনিং, আবাসস্থলেই থাকে। এখন পর্যন্ত এমন পরিস্থিতি তৈরি হয়নি যে সব বাড়ি-ঘরে বসে থাকবে।

কোয়ারেন্টাইনে থাকা অনেকে বাইরে বের হচ্ছেন, অনুষ্ঠানে যোগ দিচ্ছেন এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী কোনও ব্যবস্থা নেবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যেখানেই আইন অমান্য হচ্ছে সেখানেই আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিচ্ছে। গাজীপুরের কালীগঞ্জে জনগণই স্বপ্রণোদিত হয়ে একজনকে ধরে নিয়ে ঘরে আবদ্ধ করেছে। সবাই সতর্ক হয়ে গেছে, যারা এ কাজটি করছে তারা নিজেরা এটি বিবেচনায় এনে সতর্ক হবেন বলে আশা করছি।

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব মোঃ শহিদুজ্জামান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক (সচিব) মোঃ জামাল উদ্দিন আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।

Comments

comments