আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

যুবদল থেকে স্বেচ্ছাসেবকলীগ নেতা উজ্জ্বল এখন শত কোটি টাকার মালিক


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ ,১৪ মার্চ, ২০২০ | আপডেট: ৪:৪৫ অপরাহ্ণ ,১৪ মার্চ, ২০২০
যুবদল থেকে স্বেচ্ছাসেবকলীগ নেতা উজ্জ্বল এখন শত কোটি টাকার মালিক

ঢাকা, সাভার প্রতিনিধি।। মোকছেদপুর থানা যুবদল নেতা থেকে বর্তমান ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ উজ্জ্বল এখন শত কোটি টাকার মালিক ।

অনুসন্ধানে জানা যায়, ২০০৭ সালে মোকছেদপুর উপজেলার মোচলা ইউপি যুবদলের সভাপতি ও ২০০৯ সালে মোকছেদপুর থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার বাবা আশুলিয়া শ্রীপুর এলাকায় ফিনিক্স কারখানায় সিকিউরিটি গার্ডের চাকরি করতেন।সেই সাথে তিনি বিভিন্ন দোকানে ও রপ্তানির গেটে মোবাইলের সিম বিক্রি করতেন। সিম বিক্রি করতে করতে স্থানীয় ইউপি সদস্যর হাত ধরে আওয়ামী লীগে প্রবেশ করে বর্তমান তিনি ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হয়ে আশুলিয়ার ভাদাইল কিশোর গ্যাং গঠন করে প্রকাশে ঝুট ব্যবসা দখল, সন্ত্রাসী কর্মকান্ড, পরিবহন চাঁদাবাজি সহ নানা অপকর্ম করে আজ শত কোটি টাকার বনে গিছেন।

শেখ উজ্জ্বলের বর্তমান নয়টি বাড়ি তিনটি গাড়ি ওয়াজউদ্দিন স্কুলের পাশে বাউন্ডারি দশ শতাংশ জমির মধ্যে অর্ধেক মার্কেট ইব্রাহিম স্কুলের পাশে ১২ শতাংশ জমি ভাদাইল বাজার এলাকায় আরও চারটি বাড়ি এছাড়াও মোকছেদপুর রয়েছে তার অগাধ সম্পদ তার রয়েছে দুই কোটি টাকার শেয়ার কেনা সহ ৩০ টি প্লট আকারে প্রায় আরো ১৫০ শতাংশ জমি আরো রয়েছে প্রিমিয়ার ব্যাংকের অটল সম্পদ বর্তমানে আলিশান জীবনযাপন।

এ ব্যাপারে এলাকাবাসী জানান- শেখ উজ্জল আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের বিভিন্ন নেতা-কর্মীদের আত্মীয় পরিচয়ের মাধ্যমে। নামের আগে শেখ উপাধি ব্যবহার করে বিভিন্ন স্থানে চালাচ্ছেন বিভিন্ন অপকর্ম। বর্তমানে তিনি আওয়ামি লীগের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করে নিজেকে শত কোটি টাকার বনে নিয়েছেন। তার ছিল না ভালো কোন ব্যবসা-বাণিজ্য আওয়ামলীগে প্রবেশ করেই হঠাৎ অটল সম্পত্তির মালিক। (পর্ব -১) চলবে…

Comments

comments