আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে খেলার মাঠ ও কবরস্থান রক্ষার্থে ফের মানববন্ধন


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ ,২১ ফেব্রুয়ারি, ২০২০ | আপডেট: ১০:২৭ অপরাহ্ণ ,২১ ফেব্রুয়ারি, ২০২০
গোয়ালন্দে খেলার মাঠ ও কবরস্থান রক্ষার্থে ফের মানববন্ধন

গোয়ালন্দ প্রতিনিধি।। রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলাধীন ২নং দেবগ্রাম ইউনিয়ন এর পূর্ব তেনাপেচা গ্রামের খেলার মাঠ ও কবরস্থান রক্ষার্থে শান্তিপূর্ণভাবে আবারো মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শিশু-কিশোর, তরুন ও শিক্ষার্থীসহ প্রায় তিন শতাধিক এলাকাবাসীর অংশগ্রহনে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ পদ্মার মোড় সংলগ্ন ডাইভিশন পয়েন্টে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে অনুষ্ঠিত হয়।

আশ্রয়ন কেন্দ্রের গ্রাস থেকে খেলার মাঠ ও কবরস্থান রক্ষার্থে মানববন্ধনে উপস্থিত শিশু-কিশোর ও শিক্ষার্থীদের স্লোগান ছিল- ’মাদকমুক্ত সমাজ চাই, খেলার মাঠের বিকল্প নেই’।  ‘আশ্রয় কেন্দ্র নয় মাঠ চাই, ‘মাঠের কোন বিকল্প নাই,। খেলার মাঠকে হ্যাঁ বলুন, মাদককে না বলুন।

মানববন্ধনকারী ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, ব্রাক নামক একটি সংগঠন খেলার মাঠটিকে অবৈধভাবে ভরাট করে আশ্রয় কেন্দ্র তৈরি করার অপচেষ্টা চালাচ্ছেন।

এলাকাবাসীর দাবি তারা কোনোভাবেই এই খেলার মাঠটিকে আশ্রয় কেন্দ্র হতে দিতে চাচ্ছেন না। তারা মাননীয় প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যের কাছে আকুল আবেদন জানিয়েছেন খেলার মাঠটি রক্ষা করার জন্যে।

Comments

comments