আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজধানীর নয়াপল্টনে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ ,১৫ ফেব্রুয়ারি, ২০২০ | আপডেট: ১১:১৭ অপরাহ্ণ ,১৫ ফেব্রুয়ারি, ২০২০
রাজধানীর নয়াপল্টনে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার।। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ১৫ ফেব্রুয়ারি-২০২০ শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপি’র কার্যালয়ের সামনে দলটির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময়, জেলের তালা ভাঙবো, খালেদাকে আনবো’- স্লোগানে স্লোগানে বিক্ষোভ সমাবেশ শুরু করে বিএনপি।

দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ শনিবার দুপুরে কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ছিল দলটির।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর পৌনে ২.টা পর্যন্ত বিএনপি কার্যালয়ের সামনে ছিল সুনসান নীরবতা। এরপর দলের কার্যালয়ের সামনে এসে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুন্নবী খান সোহেল গণমাধ্যমের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। সেই সুযোগে ৮-১০ জন বিএনপি কর্মী কার্যালয়ের সামনে এসে বসে পড়েন। এরপর চতুর্দিক থেকে মিছিল এসে ব্যাপক জনসমাগমের রূপ নেয় নয়াপল্টনে। এরপর দুপুর ২.টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ শুরু করে বিএনপি।

বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটি সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আফরোজা আব্বাস, গয়েশ্বর রায়, যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন- ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুন্নবী খান সোহেল ও যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

Comments

comments