আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ী থেকে আজ স্পেশাল ট্রেন ছেড়ে যাবে ভারতের উদ্দেশ্যে


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১১:৩৩ পূর্বাহ্ণ ,১৫ ফেব্রুয়ারি, ২০২০ | আপডেট: ৪:৩৯ অপরাহ্ণ ,১৫ ফেব্রুয়ারি, ২০২০
রাজবাড়ী থেকে আজ স্পেশাল ট্রেন ছেড়ে যাবে ভারতের উদ্দেশ্যে

সমির কান্তি বিশ্বাস।। ওরশ যাত্রী স্পেশাল ট্রেনটি রাজবাড়ী রেলস্টেশন থেকে আজ ১৫ ফেব্রুয়ারি-২০২০ শনিবার রাত ১০.টায় ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরের উদ্দেশে ছেড়ে যাবে। পশ্চিমবঙ্গের মেদিনীপুরে জোড়া মসজিদে ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ১১৯তম বার্ষিক পবিত্র ওরস শরীফে যোগ দেবেন বিশেষ এই ট্রেনের যাত্রীরা। আগামী ১৯ ফেব্রুয়ারি রাতে ট্রেনটি রাজবাড়ী ফিরে আসবে।

এ বিষয়ে, ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনার তাদের নিজস্ব ওয়েবসাইটে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিশেষ সূত্রে জানাযায়, রাজবাড়ী আঞ্জুমান-ই-কাদেরিয়ার উদ্যোগে- প্রতি বছরের ন্যায়, এবার ট্রেনে মোট ২ হাজার ৩২৩ জন যাত্রী মেদিনীপুরে গমন করবেন। এর মধ্যে ১ হাজার ২২০ জন পুরুষ, ৯৩৩ জন নারী ও ১১০ জন শিশু রয়েছে।

বাংলাদেশ-ভারত সরকার যৌথভাবে ১৯০২ সাল থেকে এই ওরশ স্পেশাল ট্রেনটি চলাচলের ব্যবস্থা করে আসছে।

আরো জানাযায়, ভারতের পশ্চিমবঙ্গে মেদিনীপরে নূরনবী হযরত মুহাম্মদ (সা.)-এর ৩৩তম ও গাউস-উল-আযম বড় পীর সৈয়দানা হযরত আব্দুল কাদের জিলানী (আ.) পাক এর ২০তম অধস্তন পবিত্র বংশধর হযরত আলী আব্দুল কাদের সামছুল কাদেরী সৈয়দ শাহ মোরশেদ আলী আল কাদেরী আল হাসানী ওয়াল হুসাইনী আল বাগদাদী আল মেদিনীপুরী (আ.) মশহুর নাম “মওলাপাক” এর ১১৯তম বার্ষিক পবিত্র ওরস শরীফ ১৭ ফেব্রুয়ারি-২০২০ বৃহস্পতিবার দিবাগত রাতে জোড়া মসজিদ মির্জামহল মেদিনীপুরে উদযাপিত হবে।

Comments

comments