আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রথম বাংলা আদি সংস্কৃতি উৎসবে সম্মাননা পেলেন অভিনেতা টুটুল চৌধুরী


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ ,১৪ জানুয়ারি, ২০২০ | আপডেট: ১:০৪ পূর্বাহ্ণ ,১৬ জানুয়ারি, ২০২০
প্রথম বাংলা আদি সংস্কৃতি উৎসবে সম্মাননা পেলেন অভিনেতা টুটুল চৌধুরী

স্টাফ রিপোর্টার।। ”মুজিব বর্ষ ২০২০-২১” বর্ণাঢ্য উৎসব উপলক্ষে আয়োজিত প্রথম বাংলা আদি সংস্কৃতি উৎসবে অভিনেতা ও শিক্ষা অনুরাগী হিসেবে সম্মাননা পেলেন টুটুল চৌধুরী।

১৪ ই জানুয়ারী-২০২০ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত দুইদিন ব্যাপী প্রথম বাংলা আদি সংস্কৃতি উৎসব অনুষ্ঠানে অভিনেতা টুটুল চৌধুরীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, কথাসাহিত্যিক ও অনুষ্ঠানের সভাপতি ড. নূরুদ্দিন জাহাঙ্গীর।

এ সময়, উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফর্মেন্স স্টাডিস বিভাগের প্রধান ড. আহমেদুল কবির, ভারতের আসামে নিযুক্ত ডেপুটি এম্বাসেডর অফ বাংলাদেশ ড. শাহ মোঃ তানভির মুনসুর, উৎসবের আন্তর্জাতিক প্রধান সমন্বয়ক মাকসুদা সুলতানা ঐক্য, উৎসব পরিচালক মনজুরুল ইসলাম মেঘ, উৎসবের উপদেষ্টা কবি গীতিকার ও বীর মুক্তিযুদ্ধা এস.এম. শওকত ওসমানসহ দেশ বিদেশের বিখ্যাত সাংস্কৃতি, কুটনৈতিক ব্যাক্তিবর্গ প্রমূখ।

সূত্রঃ Tutul Chowdhury

Comments

comments