আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দূর্নীতির অভিযোগ


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ ,৩ জানুয়ারি, ২০২০ | আপডেট: ৮:৪৪ অপরাহ্ণ ,৫ জানুয়ারি, ২০২০
রাজবাড়ীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দূর্নীতির অভিযোগ

মোঃ আলমাস আলী।। ব্যাপক অনিয়ম-দূর্নীতি, স্বজনপ্রীতি ও জাল-জালিয়াতির ঘটনা উল্লেখ করে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর কো-অপারেটিভ হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ আদেল উদ্দিন মোল্যার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নান মিয়া। এ অভিযোগ দায়েরের ঘটনায় উপজেলা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

জানা যায়, বসন্তপুর ইউনিয়নের বসন্তপুর কো-অপারেটিভ হাইস্কুলের প্রধান শিকক্ষ আদেল উদ্দিন মোল্যার বিরুদ্ধে ডজন খানেক অনিয়ম-দূর্নীতির ঘটনা উল্লেখ করে গত ২৯ শে ডিসেম্বর-২০১৯ইং তারিখে শিক্ষা মন্ত্রনালয় ও দূর্নীতি দমন চেয়ারম্যানসহ ১৫টি দপ্তরের কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল মান্নান মিয়া।

তিনি তার লিখিত অভিযোগে প্রধান শিক্ষকের এমপিও বন্ধসহ বিভাগীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানন। অনিয়ম-দূর্নীতি, অর্থ আত্মসাত ও জাল সনদে চাকুরী দেয়ার অভিযোগও রয়েছে প্রধান শিক্ষক আদেলের বিরুদ্ধে। প্রধান শিকক্ষ বিদ্যালয়ে নিয়মিত হাজির থাকেন না। মাঝে মধ্যে হাজিরা খাতায় স্বাক্ষরের জন্য স্কুলে হাজির হলেও  সময়মতো উপস্থিত না হয়ে ১১/১২.টার সময় আসেন। সপ্তাহে ১-২দিন এসে পুরো সপ্তাহের স্বাক্ষর দেন হাজিরা খাতায়। শিক্ষা মন্ত্রনালয়ের আদেশ অমান্য করে অভিযুক্ত প্রধান শিক্ষক মোটা অংকের টাকার বিনিময়ে ভূঁয়া সনদে চাকুরীরত কম্পিউটার শিক্ষক আবুল কালামকে বহাল তবিয়তে চাকুরী করার সুযোগ করে রেখেছেন।

এ ব্যাপারে, প্রধান শিক্ষক মোঃ আদেল উদ্দিন মোল্যার সঙ্গে যোগাযোগের জন্য তার মোবাইল ফোনে একাধিকবার রিং করা হয়, রিং যাচ্ছে কিন্তু কেউ রিসিভ করেনি।

Comments

comments