আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

অপরাধের আতঙ্ক এসআই হিরণ; রাজবাড়ী থানার শ্রেষ্ঠ নির্বাচিত


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ ,৩০ ডিসেম্বর, ২০১৯ | আপডেট: ৯:৪০ অপরাহ্ণ ,৩১ ডিসেম্বর, ২০১৯
অপরাধের আতঙ্ক এসআই হিরণ; রাজবাড়ী থানার শ্রেষ্ঠ নির্বাচিত

উজ্জ্বল চক্রবর্ত্তী।। ২০১৯ সালের নভেম্বর মাসের শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত হওয়ায় রাজবাড়ী থানার এসআই হিরণ কুমার বিশ্বাসের হাতে ক্রেস্ট তুলে দেন রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম।

অপরাধের আতঙ্ক হিসাবে পরিচিত এসআই হিরণ কুমার বিশ্বাস। তিনি রাজবাড়ী জেলায় অন্তত ১৬/১৭ বছর যাবৎকাল কর্মরত রয়েছেন।

২৯ ডিসেম্বর-১৯ রবিবার সকালে রাজবাড়ীর পুলিশ লাইনের ড্রিলসেডে রাজবাড়ী জেলা পুলিশের মাসিক কল্যান সভা অনুষ্ঠিত হয়।

সভায়, রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের সভাপতিত্ব উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ফজলুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ শরিফ উজ জ্জামান, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) লাবিব আব্দুল্লাহসহ জেলার বিভিন্ন থানা, জেলা গোয়েন্দা শাখা, জেলা পুলিশের বিশেষ শাখার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের সকল ইউনিটের ইনচার্জগন এবং বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগন।

কল্যান সভায়, বিগত নভেম্বর মাসের শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত রাজবাড়ী থানার এসআই হিরণ কুমার বিশ্বাস, শ্রেষ্ঠ এএসআই হিসেবে নির্বাচিত পাংশা থানার এএসআই মোঃ ইনায়েত হোসেন, শ্রেষ্ঠ পরোয়ানা তামিলকারী হিসেবে নির্বাচিত গোয়ালন্দ থানার এএসআই মোঃ মোতালেব মুন্সি, শ্রেষ্ঠ উদ্ধারকারী অফিসার হিসেবে জেলা গেয়েন্দা শাখার এসআই জাহাঙ্গীর মাতুব্বর এবং শ্রেষ্ঠ উদ্ধারকারী অফিসার হিসেবে সদর উপজেলার খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোহাম্মদ মাসুদুর রহমানের হাতে ক্রেস্ট তুলে দেন রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম।

এসআই হিরণ কুমার বিশ্বাস একজন চৌকস অফিসার। তিনি অফিসিয়াল কার্যদেশ পালনের পাশাপাশি সময় পেলেই বিভিন্ন সময় বিভিন্ন স্থানে মাদক,সন্ত্রাস ও বাল্যবিবাহ বন্ধের জন্য জনসাধারনের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে শহর-গ্রামের সাধারন মানুষের সাথে সভা-সেমিনার করে থাকেন।

                                 

জানাযায়, গত ৩০ ডিসেম্বর-১৯ সোমবার রাত ৯.টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বাগমারা মোড়ে, বাজারের ব্যবসায়ী ও স্থানীয় জনসাধারনের মধ্যে মাদক, সন্ত্রাস ও বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্য মত বিনিময় করেছেন।

                                

এর আগে, গত ২৭ ডিসেম্বর-১৯ শুক্রবার দুপুরে রাজবাড়ীর জেলা সদরের বরাট ইউনিয়নের লালগোলা পাকুরিয়া বাজারে ব্যবসায়ী ও স্থানীয় জনসাধারনের সাথে মাদক, সন্ত্রাস ও বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির জন্য মত বিনিময় করেছেন। সাধারন মানুষের সাথে মিশে তাদের আস্থা অর্জন করে আবার তাদেরেই সহযেগীতো নিয়ে এভাবে অনেকদুর এগিয়ে যেতে পেরেছেন পুলিশ অফিসার হিরণ। পুলিশ এখনো জনগনের বন্ধু হতে পারে না পারলেও, ঠিকই জনগনের বন্ধু হতে পেরেছেন রাজেবাড়ী জেলার অপরাধের দূর্গ ধ্বংসকারী এসআই হিরণ কুমার বিশ্বাস।

কে এই পুলিশ অফিসার হিরণ ? সেটা জানতে আগামীতে চোখ রাখুন জনতার মেইল ডটকম এ।   (চলবে……)

Comments

comments