আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত। সভাপতি শেখ হাসিনা, সাঃ সম্পাদক কাদের


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ ,২১ ডিসেম্বর, ২০১৯ | আপডেট: ১০:০৯ অপরাহ্ণ ,২২ ডিসেম্বর, ২০১৯
আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত। সভাপতি শেখ হাসিনা, সাঃ সম্পাদক কাদের

জনতার মেইল ডেস্ক।। সারাদেশ থেকে আগত প্রায় সারে ৭ হাজার কাউন্সিলর এবং ১৫ হাজার ডেলিগেটসহ ৫০ হাজার নেতাকর্মী ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণেবাংলাদেশ আওয়ামীলীগের ২১তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এ কাউন্সিলের নির্বাচনে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদের পুনর্নির্বাচিত হয়েছেন।

নবমবারের মতো এই পদে নির্বাচিত হলেন শেখ হাসিনা। আর টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত হলেন ওবায়দুল কাদের।

প্রথম অধিবেশন, ২০ ডিসেম্বর-১৯শুক্রবার বিকেল ৩.টা ৫ মিনিটে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দুইদিন ব্যাপী এ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেনআওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে তিনি জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশিত হয়।

এবারের জাতীয় কাউন্সিলে আওয়ামী লীগের স্লোগান ছিল- “শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে গড়তে সোনার দেশ, এগিয়ে চলেছি দুর্বার, আমরাই তো বাংলাদেশ।”

                          

দ্বিতীয় অধিবেশ, ২১ ডিসেম্বর-১৯ শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আওয়ামী লীগের ২১তম সম্মেলনের শেষ দিনে দলের কাউন্সিল অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন কাউন্সিলের নির্বাচন কমিশনার এ্যাড. ইউসুফ হোসেন হুমায়ূন। পরে নবনির্বাচিত সভাপতি শেখ হাসিনা বাকিদের নাম ঘোষণা করেন।

নতুন কমিটিতে অন্যান্য পদে হলেন—

সভাপতিমণ্ডলীঃ-

১. সৈয়দা সাজেদা চৌধুরী। ২. শেখ ফজলুল করিম সেলিম। ৩. বেগম মতিয়া চৌধুরী। ৪. মোহাম্মদ নাসিম। ৫. কাজী জাফরউল্লাহ। ৬. সাহারা খাতুন। ৭. নুরুল ইসলাম নাহিদ। ৮. ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। ৯. অ্যাডভোকেট পীযুষ কান্তি ভট্টাচার্য। ১০. ড. আব্দুর রাজ্জাক। ১১. লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান। ১২. অ্যাডভোকেট আব্দুল মান্নান খান। ১৩. অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু। ১৪. শাজাহান খান। ১৫. জাহাঙ্গীর কবির নানক। ১৬. আব্দুর রহমান।

যুগ্ম সাধারণ সম্পাদকঃ-

১. মাহবুব উল আলম হানিফ। ২. ডা. দীপু মনি। ৩. ড. হাছান মাহমুদ। ৪. আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

সাংগঠনিক সম্পাদকঃ-

১. আবু সাঈদ আল মাহমুদ স্বপন। ২. এস এম কামাল হোসেন। ৩. মির্জা আজম।  ৪. বি এম মোজাম্মেল হক।

সম্পাদকমণ্ডলীঃ-

১. আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক- শাম্মী আহমেদ। ২. আইন বিষয়ক সম্পাদক- নজিবুল্লাহ হিরু। ৩. দফতর সম্পাদক- ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। ৪. প্রচার ও প্রকাশনা সম্পাদক- ড. আব্দুস সোবাহান গোলাপ। ৫. ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক- সুজিত রায় নন্দী। ৬. মহিলা বিষয়ক সম্পাদক- মেহের আফরোজ চুমকী। ৭. শিক্ষা বিষয়ক সম্পাদক-  শামসুন্নাহার চাঁপা। ৮. সংস্কৃতি বিষয়ক সম্পাদক- অসীম কুমার উকিল। ৯. স্বাস্থ্য সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ডা. রোকেয়া সুলতানা।

Comments

comments