আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

কালুখালীর অসুস্থ প্রতিবন্ধির মৃত্যু হাসপাতালে; থানায় মামলা দায়ের


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ ,১২ নভেম্বর, ২০১৯ | আপডেট: ১০:৪৬ অপরাহ্ণ ,১৩ নভেম্বর, ২০১৯
কালুখালীর অসুস্থ প্রতিবন্ধির মৃত্যু হাসপাতালে; থানায় মামলা দায়ের

সমীর কান্তি বিশ্বাস।। রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের মাজবাড়ী গ্রামের মৃত মির্জা  মন্নানের অসুস্থ প্রতিবন্ধি পুত্র গোলাম কিবরিয়া বিস্কুট ( ৪২) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করে। বিস্কুটের স্ত্রী সাবানা বেগম বাদী হয়ে কালুখালী থানায় একটি মামলা দায়ের করেছে।

জানা গেছে, মাজবাড়ী গ্রামের শরিফ মন্জু  মিয়ার বাড়ীতে ৫-৬ বছর অসুস্থ প্রতিবন্ধি গোলাম কিবরিয়া বিস্কুট গৃহপরিচারকের কাজ করতো।
গত ৬ নভেম্বর-১৯ বুধবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সকাল ৯.টার দিকে মন্জু শরিফ বিস্কুটকে কাচির ধার কাটানোর জন্য বাজারে যেতে বলে কিন্তু সে টাকা না থাকায় কাচির ধার কাটে না। কাচির ধার কাটানোকে কেন্দ্র করে গৃহ কর্তা মন্জু শরিফ বিস্কুটের উপর ক্ষিপ্ত হয়, বিষয়টি নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বিস্কুট অকথ্য ভাষায় গৃহকর্তার প্রতি গালিগালাজ করে। উভয়ের মধ্যে ধাক্কা- ধাক্কি হয়। ঘটনা স্থলে বিস্কুট অসুস্থ হয়ে পড়ে তাৎক্ষনিকভাবে শরিফ মন্জু মিয়া স্থানীয় পল্লী চিকিৎসক সোহরাব হোসেনকে খবর দেয়। পল্লি চিকিৎসক ঘটনা স্থলে এসে প্রার্থমিক চিকিৎসা প্রদান করে।  প্রার্থমিক চিকিৎসার পর রোগীর শাররীক অবস্থার অবনতী ঘটে।
তাৎক্ষনিক ভাবে শরিফ পরিবারের লোকজন মাইক্রোবাস ভাড়া করে বিস্কুটকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এবং বিস্কুটকে ভর্তি করে। বিস্কুটকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করার পর কর্তব্যরত ডাঃ তাকে মৃত বলে ঘোষনা করে। বিস্কুটের লাশ ময়না তদন্ত সম্পন্ন হয়েছে।
শরিফ পরিবারের লোকজন দাবি করছে ঘটনার দিন বিস্কুট স্ট্রোক করে।
বিস্কুটের প্রতিবেশি আনোয়ারা বেগম বলেন অসুস্থ প্রতিবন্ধি বিস্কুট এর আগেও দুই দুই বার স্ট্রোক করে।
এ ব্যাপারে বিস্কুটের স্ত্রীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে স্বামীর মৃত্যুর ব্যাপারে সঠিক তথ্য দিতে অপারোগতা প্রকাশ করেন।
এ ব্যাপারে, বিস্কুটের স্ত্রী সাবানা বেগম বাদী হয়ে কালুখালী থানায় একটি মামলা দায়ের করেছে। এ রির্পোট লেখা পর্যন্ত বিস্কুটের মৃত্যুর ব্যাপারে কোন সঠিক তথ্য পাওয়া যায় নাই।

Comments

comments