আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ী ডিসি অফিসে হিজড়াদের মাঝে সহায়তা চেক বিতরন


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ ,৭ নভেম্বর, ২০১৯ | আপডেট: ১০:৩৩ অপরাহ্ণ ,৮ নভেম্বর, ২০১৯
রাজবাড়ী ডিসি অফিসে হিজড়াদের মাঝে সহায়তা চেক বিতরন

ডিএম ফাহিমুর রহমান।। রাজবাড়ীতে হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় সমাজসেবা বিভাগ কর্তৃক ৫০ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে প্রশিক্ষণ সনদ এবং উপকরণ সহায়তার চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

জেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে ৭ নভেম্বর-১৯ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সনদ ও চেক বিতরন করা হয়।
অসুষ্ঠানে, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক রুবায়েত মোহাম্মদ ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক দিলসাদ বেগম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুজ্জামান খান, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এসএমএ হান্নান ও হিজরা সম্প্রদায়ের নেতা চৈতি।

এ সময় ৫০ দিন ব্যাপি প্রশিক্ষন নেওয়া ৪৭ জন হিজরাদের মাঝে সনদ পত্র ও প্রত্যেককে উপকরণ সহায়তা হিসেবে ১০ হাজার টাকা করে মোট ৪ লক্ষ ৭০ হাজার টাকা বিতরন করা হয়।

সভায় সমাজের তৃতীয় লিঙ্গ হিসেবে পরিচিত অবহেলিত হিজরাদের পাশে এগিয়ে আসার আহব্বান জনান সেই সাথে সরকারী ও বেসরকারী ভাবে বিভিন্ন ধরনের প্রশিক্ষন প্রধান করে তাদের স্বাবলম্বী করতে অনুরোধ করেন বক্তারা।

Comments

comments