আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে ট্রাফিক পুলিশ কন্ট্রোল রুম স্থাপন


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ ,২৩ অক্টোবর, ২০১৯ | আপডেট: ৩:৪০ অপরাহ্ণ ,২৬ অক্টোবর, ২০১৯
রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে ট্রাফিক পুলিশ কন্ট্রোল রুম স্থাপন

উজ্জল চক্রবর্ত্তী।। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার এ পথ রাজবাড়ী জেলার গোয়ালন্দ মোড়ে ট্রাফিক পুলিশ কন্ট্রোল রুমের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

২৩ অক্টোবর-১৯ বুধবার সকালে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় নামক স্থানে এ পুলিশ কন্ট্রোল রুমের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।

এ সময় আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অপরাধ মোঃ সালাউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) রেজাউল করিম, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) লাবীব আবদুল্লাহ সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাফিক পুলিশ কন্ট্রোল রুম হলে সাধারন মানুষ সহ যাত্রীদের মধ্যে সস্তি পাবে বলে সাধারন লোকজন মনে করছেন। ছোট বড় সকল প্রকার যানবাহন এই গোয়ালন্দ মোড় দিয়ে ঢাকা সহ বিভিন্ন গন্তব্যে প্রবেশ করে। তাই যানবাহনের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং সড়কে বিভিন্ন ধরনের শৃঙ্খলা বজায় রাখতে এই ট্রাফিক পুলিশ কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।

Comments

comments