আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

পদ্মা নামে বিভাগ হতে যাচ্ছে ফরিদপুর


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ ,২১ অক্টোবর, ২০১৯ | আপডেট: ৯:৪৯ অপরাহ্ণ ,২১ অক্টোবর, ২০১৯
পদ্মা নামে বিভাগ হতে যাচ্ছে ফরিদপুর

জনতার মেইল।। ফরিদপুরকে সিটি করপোরেশন ঘোষণা দিয়েছে সরকার, তবে শর্তসাপেক্ষে। বিভাগ ঘোষণা হলেই কেবল ফরিদপুর সিটি করপোরেশনে উন্নীত হবে।

আর এখন থেকে বিভাগীয় শহর ছাড়া আর সিটি করপোরেশন হবে না বলেও সিদ্ধান্ত নিয়েছে সরকার।
২১ অক্টোবর-১৯ সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানান।
তিনি বলেন, ফরিদপুর সিটি করপোরেশন প্রতিষ্ঠার প্রস্তাব শর্তসাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে নিকার। নীতিগত সিদ্ধান্ত হয়েছে- বিভাগীয় সদর দপ্তরেই হবে সিটি করপোরেশন। ফরিদপুর এখনও বিভাগীয় শহর হয়নি, যখন বিভাগীয় শহর হবে তখন থেকেই ফরিদপুর সিটি করপোরেশন কার্যকর হবে।

বিভাগ করা হলে দেশের ১৩তম সিটি করপোরেশন হবে ফরিদপুর, জানান মন্ত্রিপরিষদ সচিব।

কুমিল্লা, নারায়ণগঞ্জ ও গাজীপুর বিভাগ না হলেও সেখানে সিটি করপোরেশন থাকা নিয়ে এক প্রশ্নের উত্তরে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম বলেন, এটা অতীতে হয়ে গেছে, ভবিষতে হবে না।

‘গাইডলাইন হলো- বিভাগীয় সদর হলে ওখানে সিটি করপোরেশন হবে। এটা ভবিষ্যতের জন্য অনুসরনীয়।’

অপরদিকে, শুক্রবার সকালে ফরিদপুরের বদরপুরে আফসানা মঞ্জিলে সদর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ প্রদান ও তিন ইউনিয়নের নদী ভাঙন কবলিতদের মধ্যে অনুদান বিতরণকালে স্থানীয় সরকার,পল্লী ‍উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেন- ঢাকা ভেঙে প্রস্তাবিত নতুন বিভাগের নাম হবে পদ্মা। আর এর হেড কোয়ার্টার হবে ফরিদপুরে। এই বিভাগ হলে ফরিদপুর অঞ্চলের মানুষকে কোনো কাজের জন্যে আর ঢাকায় যেতে হবে না বলে তিনি জানিয়েছেন।

   জেলার নাম

 সদর দপ্তর  এলাকা (বর্গকিমি)   ১৯৯১  আদমশুমারি
 অনুসারে জনসংখ্যা
 ২০০১   আদমশুমারি
 অনুসারে জনসংখ্যা
২০১১  আদমশুমারি
অনুসারে      জনসংখ্যা
ফরিদপুর জেলা  ফরিদপুর  ২,০৫২.৬৮   ১৫,০৫,৬৮৬  ১৭,৫৬,৪৭০  ১৯,১২,৯৬৯
গোপালগঞ্জ জেলা  গোপালগঞ্জ  ১,৪৬৮.৭৪  ১০,৬০,৭৯১  ১১,৬৫,২৭৩  ১১,৭২,৪১৫
মাদারীপুর জেলা  মাদারীপুর  ১,১২৫.৬৯  ১০,৬৯,১৭৬  ১১,৪৬,৩৪৯  ১১,৬৫,৯৫২
রাজবাড়ী জেলা  রাজবাড়ী  ১,০৯২.২৮  ৮,৩৫,১৭৩  ৯,৫১,৯০৬  ১০,৪৯,৭৭৮
শরিয়তপুর জেলা  শরিয়তপুর  ১,১৭৪.০৫  ৯,৫৩,০২১  ১০,৮২,৩০০  ১১,৫৫,৮২৪

তথ্য সংগ্রহের তারিখঃ- ১৫/২/২০১৫ ইং

Comments

comments