আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

দেবগ্রাম ও দৌলতদিয়ায় শান্তিপূর্ন ভোট গ্রহন।। ২ প্রার্থী আটকসহ ১০ জনের জেল


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ ,১৬ সেপ্টেম্বর, ২০১৯ | আপডেট: ১০:১২ অপরাহ্ণ ,১৭ সেপ্টেম্বর, ২০১৯
দেবগ্রাম ও দৌলতদিয়ায় শান্তিপূর্ন ভোট গ্রহন।। ২ প্রার্থী আটকসহ ১০ জনের জেল

নিজস্ব প্রতিনিধি।। অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দেশের আলোচিত-সমালোচিত রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়ন ও গুরুত্বপূর্ণ দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে অবশেষে ১৬ই সেপ্টেম্ব-১৯ সোমবার ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। ভোট গ্রহন চলে সকাল ৯.টা থেকে একটানা বিকেল ৫টা পর্যন্ত।

এ নির্বাচনকে ঘিরে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষতা নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে ছিল   ছিল উদ্বেগ-উৎকণ্ঠা। তবে উদ্বেগ ও উৎকণ্ঠা থাকলেও সুষ্ঠু, ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করতে সফল হয়েছে স্থানীয় প্রশাসন।

এই নির্বাচনে ২জন প্রার্থীকে আটক করাসহ নির্বাচনী আইন অমান্য করার দায়ে অন্তত ১০ জনকে জেল-জরিমানা করা হয়েছে।

এতেকরে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পাড়ার মত। সরেজমিন বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, প্রতিটি ভোট কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি। তবে, নারী ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

নির্বাচনের আগের রাতে দৌলতদিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে মেম্বার পদে প্রতিদন্দ্বি দুই প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে ওই ওয়ার্ডের মেম্বার প্রার্থী আইয়ুব আলী (মোরগ) ও পান্নু মোল্লা (ফুটবল)সহ ৫জনকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আঃ মান্নান মুন্সি, বাবলু হোসেন ও মোতালেব হোসেনকে ১৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়।
এছাড়া দৌলতদিয়া আক্কাছ আলী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে অনাধিকার প্রবেশের দায়ে জীবন শেখ, নজরুল ইসলাম ও পলাশ নামের তিন ব্যাক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

অপরদিকে একই ইউনিয়নের চর কর্ণেশন সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাচনী আইন অমান্য করার দায়ে গাজী হাওলাদার ও লাভলু মোল্লাকে ৫ হাজার টাকা করে জরিমান করে ভ্রাম্যমান আদালত।

রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম ও পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ভোটকেন্দ্র পরিদর্শনে এসে সংবাদিকদের জানান-  জনগনের পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার সব ধরনের ব্যবস্থা করা হয়েছে। নজিরবিহীন নিরাপত্তা দিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহনের আয়োজন করায় প্রতিটি কেন্দ্রে উল্লেখযোগ্য সংখ্যক ভোটারের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

তিনি আরো জানান- আগেই বলেছে, নির্বাচন শতভাগ সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করে তুলতে ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনের চেয়েও অনেক বেশী প্রস্তুতি রয়েছে আমাদের। যে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা কঠোরভাবে মোকাবেলা করা হবে।

উল্লেখ্য, দক্ষিণ বঙ্গের প্রবেশদ্বার রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন ও পার্শ্ববর্তী দেবগ্রাম ইউনিয়নের নির্বাচনকে ঘিরে রাজবাড়ী জেলা ও গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের রাজনীতিতে নেতৃত্ব ও কর্তৃত্ব স্থাপনের অনেকটাই নির্ভর করছে এ নির্বাচনের ফলাফলের উপর।

দৌলতদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম মন্ডল। তার বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হয়ে আনারস প্রতীক নিয়ে লড়ছেন উপজেলা যুবলীগ নেতা আব্দুর রহমান মন্ডল।

দেবগ্রাম ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী সাবেক চেয়ারম্যান হাফিজুল ইসলাম। এখানে বিদ্রোহী প্রার্থী হয়েছেন বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আতর আলী সরদার। এখানকার অপর প্রার্থী ব্যবসায়ী আঃ মান্নান মোল্লা।

Comments

comments