আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রশিক্ষণ নিতে চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন- র‌্যাব কমান্ডার রইছ উদ্দিন


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ ,১৪ সেপ্টেম্বর, ২০১৯ | আপডেট: ৩:৩৬ পূর্বাহ্ণ ,১৭ সেপ্টেম্বর, ২০১৯
প্রশিক্ষণ নিতে চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন- র‌্যাব কমান্ডার রইছ উদ্দিন

নিজস্ব প্রতিনিধি।। চমৎকার ব্যবহার, ব্যক্তিত্বে আকর্ষণীয়, সদাহাস্যজ্জল, নিরঅহঙ্কার ও দেশের গর্ব  সুনাম অর্জনকারী পুলিশের একজন উর্ধতন কর্মকর্তা। যিনি অনেক চড়াই-উৎড়াই পেরিয়ে ধীরেধীরে সাফল্যের চুড়ায় উঠতেছেন, তিনি বর্তমানে পটুয়াখালীর র‌্যাব-৮ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দিন।

আরেকটি সাফ্যল্যের প্রত্যাশায়, চীনের হেনান প্রদেশের জেংঝু নগরীতে অনুষ্ঠিতব্য Training on Peace Keeping for Bangladesh শীর্ষক এক প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে ১৪ সেপ্টেম্বর-১৯ শনিবার চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন র‍্যাব কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন।

চীনের Ministry of Public Security (MPS) এর আয়োজনে আগামী ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ দিনব্যাপী হেনান পুলিশ ডিপার্টমেন্ট এবং হেনান পুলিশ কলেজের যৌথ উদ্যোগে এই প্রশিক্ষণ কোর্সটি পরিচালিত হবে।প্রশিক্ষণ কোর্সের মূল উদ্দেশ্য প্রতিবেশি ও সহযোগী বন্ধু রাস্ট্রেসমুহের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধি করা, বৈশ্বিক আইন প্রয়োগের সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে বেগবান করা ইত্যাদি।

সরকারি সূত্রে জানা যায়- বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১৫ জন কর্মকর্তা এই প্রশিক্ষণ কোর্সে অংশ নিচ্ছেন। আইন প্রয়োগের ক্ষেত্রে আন্তর্জাতিক পরিমন্ডলের অর্জিত জ্ঞান দেশের নিপীড়িত ও অসহায় জনগোষ্ঠীর কল্যাণে প্রয়োগ করার ক্ষেত্রে দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন এই পুলিশ কর্মকর্তা। সুষ্ঠুভাবে প্রশিক্ষণ শেষে সহি-সালামতে দ্রুত দেশে ফিরে আসার ব্যাপারে তিনি সকলের নিকট দোয়া চেয়েছেন।

Comments

comments