আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশের ৯৩শতাংশ বাড়িতে আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ পৌঁছে দিয়েছে-প্রধানমন্ত্রী


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৩:১০ অপরাহ্ণ ,১১ সেপ্টেম্বর, ২০১৯ | আপডেট: ১১:১৫ অপরাহ্ণ ,১১ সেপ্টেম্বর, ২০১৯
দেশের ৯৩শতাংশ বাড়িতে আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ পৌঁছে দিয়েছে-প্রধানমন্ত্রী

জনতার মেইল।। দেশের ৯৩ শতাংশ বাড়িতে আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ পৌঁছে দিয়েছে, একই সঙ্গে বিদ্যুৎ উৎপাদন ২২ হাজার মেগাওয়াট ছাড়িয়েছে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১১সেপ্টেম্বর-১৯ বুধবার দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চারটি বিদ্যুৎকেন্দ্র, আটটি বিদ্যুৎ উপকেন্দ্র এবং ১০ উপজেলায় শতভাগ বিদ্যুৎ সংযোগ উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার ২০০১ সালে যে চার হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ রেখে গিয়েছিল সেটা বিএনপি ৩ হাজার ২শ মেগাওয়াটে নামিয়ে এনেছিল।

গ্যাস বিক্রি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘গ্যাস বিক্রির জন্য আমার ওপর চাপ ছিল ২০০১ সালে, আমরা বলেছিলাম আমাদের কত চাহিদা আছে জানি না, সেটা আগে বের করে দেন। আমার দেশেরে জন্য ৫০ বছরের রিজার্ভ রেখে তারপর আমরা বিক্রি করবো। কিন্তু বিএনপি রাজি হয়ে গিয়েছিল। নেবে যুক্তরাষ্ট্র, কিনবে ভারত। যেজন্য ক্ষমতায় আসতে পারিনি।

এরে আগে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের অধীনে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী এ সময় বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে পুলিশের অভিযানকে আরও কার্যকর করতে হবে।  উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত ছিল ব্যাংকের রাজারবাগ পুলিশ লাইন ও গুলশান করপোরেট শাখা।

উল্লেখ্য, রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় জলবিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয় ১৯৬২ সালে। নবায়নযোগ্য বিদ্যুৎকেন্দ্রটির পাশাপাশি এবার একটি সৌরবিদ্যুৎ কেন্দ্রের কাজও সম্পন্ন হয়েছে কাপ্তাইয়ে। আজ বুধবার  ৭.৪ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর বিদ্যুৎকেন্দ্রটি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।

Comments

comments