আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

দাদশী ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত; চুরান্ত হয়নি কমিটি


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ ,৯ সেপ্টেম্বর, ২০১৯ | আপডেট: ১১:৪৮ অপরাহ্ণ ,৯ সেপ্টেম্বর, ২০১৯
দাদশী ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত; চুরান্ত হয়নি কমিটি

উজ্জ্বল চক্রবর্ত্তী।। রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। সভাপতি ও সাধারন সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় চুরান্ত হয়নি পদ দুটি।

কাউন্সিলে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে মোঃ রজমান আলী (বর্তমান),সাবেক চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান বাচ্চু ও আব্দুল হানিফ মুন্সি এবং সাধারন সম্পাদক পদে মোঃ জাহাঙ্গীর মিয়া (বর্তমান), মোঃ আব্দুল জব্বার ও মোশাররফ হোসেন মলমগীর প্রতিদ্বন্দী করছেন।

এ সময়, সভাপতি ও সাধারন সম্পাদকের পদ চাওয়াকারীদের মধ্যে সমন্ময় না হওয়ায় ভোটের সিদ্ধান্ত গৃহিত হয়।

৯ সেপ্টেম্বর-১৯ সোমবার বিকালে দাদশী ইউনিয়নের রেলওয়ে মাঠে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।

কাউন্সিল অধিবেশনের প্রথম পর্বের আলোচনা সভায় দাদশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ রমজান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী।

         বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, যুগ্ম-সম্পাদক এ্যাড. সফিকুল আজম মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাড.সফিকুল হোসেন,সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ রমজান আলী খান, সাধারন সম্পাদক শেখ মোঃ ওহিদুজ্জামান, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সফিকুল ইসলাম সফি, জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজীব, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ রমজান আলী, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি পদপ্রার্থী ও সাবেক চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান বাচ্চু প্রমূখ। সভার সঞ্চলনা করেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর মিয়া।

সভা শেষে, ইউনিয়ন আওয়ামী লীগের সকল পদ বিল্লুপ্ত ঘোষনা করা হয়। ঘোষনা করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী।

অধিবেশনের দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ রমজান আলী খান।

সভায় জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ, সদর ছাত্রলীগের সভাপতি সামছুল ছালেহীন অপুসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Comments

comments