আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পের উদ্ধোধন


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ণ ,৩ সেপ্টেম্বর, ২০১৯ | আপডেট: ৯:৩১ অপরাহ্ণ ,৪ সেপ্টেম্বর, ২০১৯
গোয়ালন্দে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পের উদ্ধোধন

সোহাগ মিয়া-গোয়ালন্দ সংবাদদাতা।। খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল-এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে মাস ব্যাপী ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পের উদ্ধোধন করা হয়েছে।

গোয়ালন্দ ফুটবল একাডেমীর আয়োজনে ২রা সেপ্টেম্বর-১৯ সোমবার বিকালে গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথি হিসেবে এ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল মামুন, সমাজসেবা কর্মকর্তা চন্দন কুমার, গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আল মামুন তালুকদার, পৌর কাউন্সিলর ও ফুটবল একাডেমীর উপদেষ্টা মোঃ নাসির উদ্দিন রনি, ইউনিয়ন পরিষদ সচিব ও ফুটবল একাডেমীর উপদেষ্টা মো. ইব্রাহীম সরদার, মোস্তফা মেটাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের পরিচালক মো. সেলিম মুন্সি, যুগান্তর প্রতিনিধি ও ফুটবল একাডেমীর উপদেষ্টা শামীম শেখ , ফুটবল একাডেমীর পরিচালক সাজ্জাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবির হোসেন হৃদয় প্রমুখ।

ফুটবল একাডেমীর সহ-সভাপতি ও ক্যাম্পের কোচ মোঃ সাইদুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গোয়ালন্দ ফুটবল একাডেমি যে মহতি উদ্যোগ হাতে নিয়েছে তা আমি সাধুবাদ জানাই। যুবকদের যদি এভাবে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডের মধ্যে ব্যস্ত রাখা যায় তাহলে তাদের শরীর ও মন সুস্থ থাকবে। পাশাপাশি তারা মাদক সহ সব ধরনের অপরাধ মূলক কর্মকান্ড থেকে দুরে থাকবে।
গোয়ালন্দ ফুটবল একাডেমীর পরিচালক সাজ্জাদ হোসেন জানান, আমরা বিগত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারো এ ক্যাম্পের আয়োজন করেছি। এবারের ক্যাম্পে অনুর্ধ-১৪, অনুর্ধ-১৭ ও অনুর্ধ-২১ বয়সী মোট ৬০জন তরুন ফুটবলার অংশ নিচ্ছে।

Comments

comments