আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের উদ্যোগে ৪৪তম জাতীয় শোক দিবস পালিত


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ ,১৭ আগস্ট, ২০১৯ | আপডেট: ১০:৫৫ অপরাহ্ণ ,১৭ আগস্ট, ২০১৯
বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের উদ্যোগে ৪৪তম জাতীয় শোক দিবস পালিত

স্টাফ রিপোর্টার।। দেশের বিবিন্ন জেলায় ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’ এর উদ্যোগে- মহান স্বাধীনতার মহানায়ক, স্বাধীন বাংলার স্থপতি,হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন পাবনা জেলা শাখার আয়েজেনে- ১৫ই আগষ্ট-১৯ বৃহস্পতিবার সকালে পাবনা আতাইকুলা বাজারে শোক র‌্যালী বের করা হয়। এরপর- বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প্যমাল্য অর্পণ করা হয় এবং আলোচনাসভা ও দোয়ার মাহফিল অনুষ্টিত হয়। এ অনুষ্ঠানে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সাধারন সম্পাদক শেখ নাসির উদ্দিন অংশগ্রহন করেন।

          

‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন বরগুনা জেলা শাখার আয়েজেনে- বরগুনা বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্স থেকে একটি শোক র‌্যালী বের করা হয়। পরে র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পূনরায় বরগুনা বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সে এসে শেষ হয়। পরে সেখানেও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প্যমাল্য অর্পণ ও দোয়ার মাহফিল অনুষ্টিত হয়।

 

উল্লেখ্য,বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকী ও ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালনের জন্য সারাদেশের প্রতিটি জেলা ও উপজেলায় লিখিত নির্দেশনা দিয়েছিলেন- বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সাধারন সম্পাদক শেখ নাসির উদ্দিন।

Comments

comments