আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

ডেঙ্গু প্রতিরোধে বৃষ্টির মধ্যে গণসংযোগ করলেন-রাজবাড়ী জেলা প্রশাসক


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ ,৮ আগস্ট, ২০১৯ | আপডেট: ৮:৪৫ অপরাহ্ণ ,৯ আগস্ট, ২০১৯
ডেঙ্গু প্রতিরোধে বৃষ্টির মধ্যে গণসংযোগ করলেন-রাজবাড়ী জেলা প্রশাসক

উজ্জ্বল চক্রবর্ত্তী-স্টাফ রিপোর্টার।। ডেঙ্গু প্রতিরোধে বৃষ্টির মধ্যে ঘুরে ঘুরে খানগঞ্জ ইউনিয়নবাসীকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পরামর্শ প্রদান করলেন রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম।

৮ আগস্ট-১৯ বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শনকালে তিনি এ পরামর্শ প্রদান।

পরিদর্শনকালে- সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান, সহকারী কমিশনার (ভূমি), ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আতাহার হোসেন তকদির,ইউপি সদস্যবৃন্দ, ইউনিয়ন পরিষদ সচিব, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গ্রামপুলিশ সদস্যদের সাথে  মতবিনিময়কালে তিনি সকলকে স্ব স্ব এলাকায় মশক নিধনে তাদের বাড়ি,ব্যবসা প্রতিষ্ঠান,ক্ষেত-খামার ও বাড়ির আশ-পাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ প্রদান করেন।

জেলা প্রশাসক- খানগঞ্জ পৌঁছালে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আতাহার হোসেন তকদির তাঁকে ফুলেল অভ্যর্থনা জানান। সেখানে তিনি- ইউনিয়ন ডিজিটাল সেন্টারের কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং উদ্যোক্তাদের তাদের সেবা কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

উল্লেখ্য, এর পূর্বে সকাল সারে ১০.টার দিকে তিনি জাতীয় মহিলা সংস্থা, রাজবাড়ী জেলা শাখার কার্যালয় দর্শন করেন এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে যোগদান করেন। সেখানে তিনি বঙ্গমাতার জীবনাদর্শ আলোচনার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সকলকে তাদের বাড়ির আশ-পাশ পরিষ্কার রাখার পরামর্শ প্রদান করেন।

Comments

comments