আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ী জেলায় অনুষ্ঠিত ‘পাইথন’ও ‘স্ক্র্যাচ’ প্রতিযোগিতার ফলাফল


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ ,২৬ জুন, ২০১৯ | আপডেট: ৯:২৫ অপরাহ্ণ ,২৭ জুন, ২০১৯
রাজবাড়ী জেলায় অনুষ্ঠিত ‘পাইথন’ও ‘স্ক্র্যাচ’ প্রতিযোগিতার ফলাফল

নিজস্ব প্রতিনিধি।। শিশু প্রোগ্রামার তৈরির লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) ও ইয়াং বাংলার আয়োজনে- জাতীয় শিশু-কিশোর প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০১৯ এর জেলা পর্যায়ে অনুষ্ঠিত স্ক্র্যাচ ও পাইথন প্রতিযোগিতার সফলভাবে সম্পন্ন হওয়ার পর ফলাফল প্রকাশ করা হয়েছে।

সারা দেশে “পাইথন জুনিয়র” ক্যাটাগরিতে ৭৩৯২ জন ও “পাইথন সিনিয়র ক্যাটাগরিতে ৭৫৬৪ জন প্রতিযোগী অংশ গ্রহণ করে। এবং স্ক্র্যাচ প্রতিযোগিতায় ৩৫২৭ টি দল অংশ গ্রহণ করে।

অপরদিকে, রাজবাড়ী জেলায় “পাইথন জুনিয়র” ক্যাটাগরিতে ১৪৩ জন ও “পাইথন সিনিয়র ক্যাটাগরিতে ১২৪ জন প্রতিযোগী অংশ গ্রহণ করে। এবং স্ক্র্যাচ প্রতিযোগিতায় ৪৪ গ্রুপ (১৩৩ জন) অংশ গ্রহন করে।

জাতীয় ক্যাম্প এবং জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য রাজবাড়ী জেলা নির্বাচিত হয়েছে যারা, তারা হলো–

২৫শে জুন-১৯ মঙ্গলবার আয়োজক কতৃক এ ফলাফল প্রকাশ করা হয়।

প্রতি জেলা থেকে “পাইথন জুনিয়র” ক্যাটাগরিতে একজন এবং “পাইথন সিনিয়র” ক্যাটাগরিতে একজন করে বিজয়ীকে জাতীয় ক্যাম্প এবং জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্বাচিত করা হয়েছে। এ ছাড়াও, স্ক্র্যাচ প্রতিযোগিতায়- প্রতি জেলার একটি করে বিজয়ী দলকে জাতীয় ক্যাম্প এবং প্রতিযোগিতার জন্য নির্বাচন করা হয়েছে।

জেলা পর্যায়ে বিজয়ীদের নিয়ে জাতীয় ক্যাম্প ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে সাভার শেখ হাসিনা যুব উন্নয়ন কেন্দ্রে। সমাপণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন বলে আশা করছেন আয়োজকরা।

উল্লেখ্য, ‘অবাক হচ্ছে বিশ্ব এবার’ বাংলার শিশুরা প্রোগ্রামার’ এই শ্লোগান নিয়ে ১৫ই জুন—২০শে জুন পর্যন্ত ৬ দিনব্যপী রাজবাড়ী জেলার ৩ টি স্কুলের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। স্কুলগুলো হচ্ছে- শহরের ইয়াছিন উচ্চ বিদ্যালয় এবং বালিয়াকান্দি উপজেলার বালিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয় ও রামদিয়া বিএমবিসি উচ্চ বিদ্যালয়।

Comments

comments