আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীর ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-১৯ এর উদ্বোধন


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১:৫৬ অপরাহ্ণ ,২৩ এপ্রিল, ২০১৯ | আপডেট: ১১:৫৮ অপরাহ্ণ ,২৩ এপ্রিল, ২০১৯
রাজবাড়ীর ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-১৯ এর উদ্বোধন

উজ্জল চক্রবর্তী-স্টাফ রিপোর্টার।। বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমশিনার কেএম নূরুল হুদা বলেছেন, আগে এক ব্যাক্তি একাধিকার ভোটার হতে পারতো কিন্তু এখন সে সুযোগ নাই। এখন সব বায়োমেট্রিক সুতরাং নিজের পরিচয় গোপন রেখে ভোটার হবার সুযোগ নাই।আর ভুল তথ্য বা আঙ্গুলের চাপ দিয়ে ভোটার হতে পারবে না তারা।

২৩শে এপ্রিল-১৯ মঙ্গলবার দুপর সাড়ে ১২.টার দিকে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাজবাড়ী সদর উপজেলার ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি ২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচন বিষয়ে, নূরুল হুদা বলেন- ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয় প্রতীকে ব্যবহারের সিদ্ধান্ত রাজনৈতিক, এটা নির্বাচন কমিশনের না। জাতীয় সংসদ নির্বাচনে ৯৯ শতাংশ ভোট পড়লেউ উপজেলা পরিষদে বিএনপি অংশ না নেওয়ায় ভোটার উপস্থিতি ছির কম।

রোহিঙ্গাদের প্রসঙ্গে নির্বাচন কমশিনার বলেন- রোহিঙ্গারা দেশে প্রবেশের পর তাদের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে রেখেছে পুলিশ প্রশাসন। যে কারণেই রোহিঙ্গাদের ভোটার হবার কোন সুযোগ নাই।

উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমশিনার কেএম নূরুল হুদা ।
স্বাগত বক্তব্য রাখেন- ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ নুরুজ্জামান তালুকদার।এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি, সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বকস, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদুল হক বিশ্বাস, রাজবাড়ী পৌরসভার মেয়র মহাম্মদ আলী চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি বাস্তবায়ন কর্মকর্তাবৃন্দ প্রমূখ।
এ সময় প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিক, জনপ্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

অনুষ্ঠান শেষে ফরিদপুরের উদ্দেশ্যে রাজবাড়ী ছেড়ে যান তিনি।

Comments

comments